নিউজ ডেস্ক ১৫জানুয়ারি ২০২১ :ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ড। শুক্রবার সাতসকালে ভয়ঙ্কর ভূমিকম্পে আতঙ্কে কেঁপে উঠল আইল্যান্ডের বাসিন্দারা।
কম্পনের মাত্রা ছিল ৫.৯থেকে ৬.২ ম্যাগনিটিউড। এই পরিস্থিতির যে রে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে যান বাসিন্দারা। ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। প্রায় ৭00 জন মানুষ গুরুতর আহত হয়েছেন এ ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন উঁচু বাড়ি গুলোতে দেখা গিয়েছে বড় বড় ফাটল যেগুলি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। পাশাপাশি ভূমিকম্পের তীব্রতা ভেঙে পড়েছে একটি গোটা হাসপাতাল মৃত্যু হয়েছে তিন রোগীর এখনো পর্যন্ত এক ডজনেরও বেশি রোগী এবং হাসপাতালে কর্মীরা আটকে রয়েছেন ধ্বংসস্তূপের তলায় তবে ঠিক কতজন সেখানে আটকে আছে তার হিসেব নেই কর্তৃপক্ষের কাছে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে এখনই সুনামির আশঙ্কা নেই বললেই চলে।
আরও পড়ুন…উদ্ধার হল ৩৫০গ্রাম ব্রাউন সুগারসহ ১১লক্ষ টাকা ধৃত দুই দুষ্কৃতী