বিস্ফোরণের কবলে সেনা, জঙ্গিদমন অভিযানে নেমে মৃত্যু পাঁচ জওয়ানের, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েক জন জঙ্গি। গোপন সূত্রে এই খবর পেয়ে, শুক্রবার অভিযানে নামে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। জঙ্গিদমন এনকাউন্টারে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে শুরু হয় গুলির লড়াই। ভারতীয় সেনা জওয়ানদের রুখতে জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গিয়েছে সেনা সূত্রে। এর জেরে মোট পাঁচ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের জেরে প্রথমে দুই জওয়ানের মৃত্যু হয়েছিল। এবং চার জন গুরুতর আহত হয়েছিলেন। আহত চার জনের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছিল সেনা। সেখানেই বিস্ফোরণে পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছে।
শুক্রবারের এই এনকাউন্টারের ঘটনায় ফের জওয়ানদের মৃত্যুর ঘটনা ঘটল। এই ঘটনা স্মৃতি ফেরাচ্ছে ২০২১ সালের অক্টোবর মাসে এক এনকাউন্টারের ঘটনা। সে বার পুঞ্চ এলাকায় জঙ্গি দমন এনকাউন্টারে নেমেছিল সেনাবাহিনী। সে সময়ও পাঁচ জনের মৃত্যু হয়েছিল।
সেনা সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার কেশরি হিলের কান্দি এলাকায় জঙ্গি দমন অভিযানে নামে যৌথ বাহিনী। ওই পাহাড়ের একটি গুহায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল সেনার কাছে। সেই জঙ্গিদের ধরতেই ছিল এই অভিযান। অভিযানে নেমে সেনার সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। ঘটনা নিয়ে সেনার মুখপাত্র বলেছেন, “সেনা বাহিনীর জওয়ানদের বাধা দিতে বিস্ফোরণ ঘটায়া জঙ্গিরা। ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয়। চার জন আহত হয়েছিলেন। তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল উধমপুরের কম্যান্ড হাসপাতালে।” সেখানে আহতদের মধ্যে তিন জওয়ানের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন – স্কুলে ঢোকাই দায়! প্রাণনাশের হুমকি তৃণমূল নেতার, মামলায় কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
গত মাসেই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন পাঁচ সেনা জওয়ান। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার ভাতা ধুরিয়ান এলাকায় একটি লরিতে করে যাচ্ছিলেন সেনা জওয়ানরা। সে সময় রাস্তার ধারে ঝোপের আড়লে লুকিয়ে ছিল জঙ্গিরা। তাঁদের ছোড়া গ্রেনেড হামলায় আগুন ধরে যায় লরিতে। মৃত্যু হয় পাঁচ সেনা জওয়ানের। যদিও প্রবল বৃষ্টি হওয়ায় ওই এলাকায় দৃশ্যমানতা কমে গিয়েছিল। এর জেরে জঙ্গিদের দেখতে পাননি জওয়ানরা। প্রাণঘাতী হামলা চালিয়ে সেখানে থেকে পালিয়ে যায় জঙ্গিরা।