নিজস্ব সংবাদদাতা ১৯ নভেম্বর মালদা,১৯ নভেম্বর : মালদহের কালিয়াচক থানা এলাকার সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর জখম ৫ জন ও আশঙ্কাজনক ৫।
আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ কালিয়াচক থানার স্কুলপাড়ার এই প্লাস্টিক কারখানায় এই ঘটনাটি ঘটেছে। কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই কারখানায় ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করে কাজ করা হত। প্লাস্টিকগুলি মেশিনে কেটে কাজে লাগানো হত। ওই মেশিন থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে । স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কারখানার ছাদ উড়ে যায়, যে জায়গায় মেশিনটি ছিল, সেখানে বড়সড় গর্ত তৈরি হয়। অন্য দিকে বিস্ফোরণের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদহে আসেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন…কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি
মালদহে এসে প্রথমেই তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে মৃতদের পরিবারের লোকজনের সঙ্গে এবং আহতদের সঙ্গেও দেখা করে কথা বলেন ।