ফের ইউক্রেনের শহরে রাশিয়ার হামলা, মৃত ৫, আহত অনেক , ইউক্রেনে এখনও হামলা চালিয়ে যাচ্ছেন রাশিয়া। শুক্রবারও ইউক্রেনের দুই শহরে হামলা চালিয়েছে রুশ সেনা। ইউক্রেনের মধ্য ও দক্ষিণাংশে রাশিয়ার এই হামলার জেরে পাঁচ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে ইউক্রেন সূত্রে। গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরু করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া। ইউক্রেনের অনেক শহর এর জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করেছে ইউক্রেনকে। তা দিয়ে রাশিয়ার হামলা ঠেকানোর কাজও করছে ইউক্রেন সেনা। সে রকই যুদ্ধাস্ত্র ওই দুই শহরে আনছিল ইউক্রেন। তা ঠেকাতেই রাশিয়ার এই হামলা বলে জানা গিয়েছে।
এই শহরের পাশাপাশি ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা চালিয়েছে রাশিয়া। সেখানেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কিয়েভ এলাকায় ২ জনের আহত হওয়ার খবরও সামনে এসেছে। সম্প্রতি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। তার পর রাশিয়া জানিয়েছিল, যুদ্ধ শেষ করতে আগ্রহী ক্রেমলিন। এই বক্তব্যের পরই ইউক্রেনে চলল রাশিয়ার হামলা।
আরও পড়ুন – ‘নবান্নে কোন ওয়াশিং মেশিনে পরিষ্কার করলেন তেজস্বীকে?’ রেড রোড থেকেই প্রশ্ন শুভেন্দুর
ইউক্রেনের মধ্য ভাগে রয়েছে উমান শহর। সেখানেই রাশিয়ার সেনার হামলায় রাশিয়ার মিসাইল হামলায় ওই শহরের বেশ কয়েকটি বহুতল ভেঙে পড়েছে। আগুন ধরে গিয়েছে সেই শহরের বহুতলে। এই হামলায় ওই শহরে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আট জন গুরুতর আহত হয়েছেন। আহতেরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে নিপ্রো শহরে রাশিয়ার হামলায় ২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এর মধ্যে রয়েছে এক শিশু। একটি বাড়িতে রাশিয়ার মিসাইল সরাসরি আছড়ে পড়েছে বলে জানিয়েছেন ওই শহরের মেয়র বরিস ফিলাটভ। তিন জন আহত হয়েছেন।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)