Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বিশ্বকাপের আগে তাজমহলের সামনে এ বার সোনালি ট্রফি,

বিশ্বকাপের আগে তাজমহলের সামনে এ বার সোনালি ট্রফি, অপেক্ষার ৫০ দিন!

বিশ্বকাপের আগে তাজমহলের সামনে এ বার সোনালি ট্রফি, অপেক্ষার ৫০ দিন!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিশ্বকাপের আগে তাজমহলের সামনে এ বার সোনালি ট্রফি, অপেক্ষার ৫০ দিন! বর্তমানে বাঙালি দূর্গাপুজো আসার দিন গুনছে। অন্যদিকে একই সময়ে দূর্গাপুজোর পাশাপাশি ক্রিকেট প্রেমীরা ওডিআই বিশ্বকাপের দিন গুনছে। অপেক্ষার আর ৫০ দিন। তারপর ভারতের মাটিতে শুরু হবে বিশ্বকাপের মহাযুদ্ধ। কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ৫ অক্টোবর ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup 2023) বল মাঠে গড়াবে। বর্তমানে আইসিসি ওডিআই বিশ্বকাপের ট্রফি টুর (ICC Men’s Cricket World Cup Trophy Tour) চলছে। আজ, বুধবার ১৬ অগস্ট তাজমহলের (Taj Mahal) সামনে পৌঁছে গিয়েছে বিশ্বকাপের ট্রফি।

 

 

 

 

 

 

 

এ বারের ওডিআই বিশ্বকাপের আগে মোট ১৮টি দেশে ঘুরছে এই মেগা ইভেন্টের ট্রফি। ক্রিকেট প্রেমীরা আইসিসি ওডিআই বিশ্বকাপের এই ট্রফি টুরের মাধ্যমে সামনে থেকে ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন। ২৭ জুন থেকে বিশ্বকাপ ট্রফি টুর শুরু হয়েছে। বিশ্বজুড়ে যে ১৮টি দেশে ঘুরছে এই সোনালি ট্রফি সেই দেশগুলি হল – কুয়েত, বাহরিন, মালয়েশিয়া, ইউএসএ, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালি, ইউনাইটেড স্টেটস, আমেরিকা এবং ভারত। আইসিসি ওডিআই বিশ্বকাপ ট্রফি টুর এখনও শেষ হয়নি। বিশ্বকাপের আগে আরও বেশ কয়েকটি দেশে ঘুরবে এই ট্রফিটি। তারপর ৪ সেপ্টেম্বর ভারতে ফিরবে।

 

 

 

 

আরও পড়ুন – ‘পতাকা উত্তোলনের সময় জুতটা না পরে থাকলেই ভাল হতো’, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ…

 

 

 

 

 

বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলের (Taj Mahal)  সামনে ওডিআই বিশ্বকাপের ট্রফি দেখতে ভিড় জমান পর্যটকরা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাজমহলের (Taj Mahal) সামনে রাখা হয় ওডিআই বিশ্বকাপের সুন্দর ট্রফিটি। সেটি দেখার জন্য দর্শকদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় সেখানে থাকা নিরাপত্তা কর্মীদের। তাজমহলের (Taj Mahal) সামনে বিশ্বকাপের ট্রফি ফটোশুট হয়ে যাওয়ার পর সেখানে আসা দর্শকরা সেই সোনালি ট্রফির ( Trophy) সঙ্গে সেলফি (Selfie) তোলেন। ভিডিয়ো বানান।

 

( সব খবর, ঠিক খবর ,প্রর্রেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top