বালেশ্বরের রেশ কাটতে না কাটতে এবার জাজপুর স্টেশন রোড ,জাজপুরে ট্রেনের নীচ থেকে ৬ টি কাটা বডি উদ্ধার, ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে পণ্যবাহী ট্রেনের বগির নীচ থেকে পাঁচ মৃতদেহ উদ্ধারকে ঘিরে তৈরি হল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ওডিশার জাজপুর রোড স্টেশন এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে রেল। বুধবার বিকেলে জাজপুর রোড রেল স্টেশনে কাছাকাছি ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় কয়েকজন দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনের বগির নীচে মৃতদেহগুলি পড়ে থাকতে দেখেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় রেল পুলিশকে।
এরপর পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন না থাকা সত্ত্বেও, এই ঘটনার প্রকৃত কারণ জানা যায় কিছুক্ষণ পরে রেলের প্রাথমিক তদন্তের পর। বিকেল থেকে জাজপুর এলাকায় বজ্রবিদ্যুৎ সহকারে ব্যাপক বৃষ্টি শুরু হয়। এই সময় বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে এলাকার বেশ কয়েকজন মানুষ পণ্যবাহী বগির নীচে গিয়ে আশ্রয় নেয়। এই সময় কয়েকটি বগি গড়িয়ে পড়ে। তার জেরেই ছয় জনের মৃত্যু হয় বলে রেলের প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঘটনায় করমণ্ডলের ১৭টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ৩০০-র কাছাকাছি রেলযাত্রীর মৃত্যু হয়। জখম হন ১ হাজারের বেশি। গুরুতর জখম বহু যাত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। যদিও দুর্ঘটনার পিছনে সিগন্যালিং ব্যবস্থার ত্রুটিকেই প্রধান কারণ বলে রেলের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ঘটনায় দোষীদের কোনও রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে রেলকর্তৃপক্ষ। ৭ জুন থেকে বালেশ্বর শাখায় ফের শুরু হয়েছে স্বাভাবিক রেল চলাচল। চাকা গড়িয়েছে করমণ্ডলেরও। কিন্তু তার মধ্যে জাজপুর রোডের ঘটনা, নতুন করে রেলের উপর চাপ তৈরি করল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন – মণিপুরে হিংসা ঠেকাতে ব্যর্থ মোদী সরকার! অমিত শাহের বাংলোর সামনে বিক্ষোভ কুকিদের!
ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে বলেও জানানো হয়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি এমন একটা সময় হয়েছে, যখন গত শুক্রবার বালেশ্বরে ভয়ানক ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ বালেশ্বরের কাছে শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস ট্রেন দুটি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত করমণ্ডল দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে সজোরে ধাক্কা মারলে, ভয়ানক দুর্ঘটনা ঘটে।