ডেঙ্গি দমনে মাঠে নামছে ৯০০০ চিকিৎসক, তৈরি কুইক রেসপন্স টিম,নয়া সিদ্ধান্ত নবান্নের, ডেঙ্গির (Dengue Outbreak) দাপটে কপালে চিন্তার ভাঁজ সরকারের। কোন পথে হবে ডেঙ্গি দমন? কী করে বাগে আনা হবে সংক্রমণ? উত্তর খুঁজতে বৃহস্পতিবারই উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গিয়েছে নবান্নে (Nabanno)। ডেঙ্গি দমনে মাঠে নামতে চলেছেন ৯০০০ চিকিৎসক, প্যারা মেডিক্যাল কর্মীরা। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য, পুর ও নগরোন্নয়ন, মৎস্য-সহ একাধিক সরকারি দফতরের পাশাপাশি জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই এই নয়া সিদ্ধান্ত হয়েছে বলে খবর।
পাশাপাশি কলকাতা বা আরবান এলাকাতে যেভাবে ডেঙ্গি মোকাবিলা করা হয় সেই মেকানিজম অ্যাপ্লাই করতে বলা হয়েছে। পুরসভাগুলিতে ৬২৪টি RAPID RESPONSE TEAM। ডিসেম্বর পর্যন্ত চলবে মশার লার্ভা নিধনের কাজ। সূত্রের খবর, গ্রামীণ এলাকার যে জায়গাগুলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি সেই জায়গাগুলি চিহ্নিত করে বিশেষ নজরে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলির মাধ্যমে বাচ্চাদের সচেতন করার মতো বিষয়গুলিও উঠে এসেছে এ দিনের আলোচনাতেও। সারা রাজ্যে মশার লার্ভা নিধনে ১ লক্ষ ৩২ হাজার ২২০ জন কর্মীও নিয়োগ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত পিছু মশা নিধন, পরিচ্ছন্ন অভিযানে ১৫ জনের দল থাকবে ময়দানে। জ্বর হলেই রক্ত পরীক্ষার উপর জোর দেওয়ারও নির্দেশ এসেছে। বাড়ির আশপাশে জল যাতে না জমে তার জন্যও চলবে জোরকদমে প্রচার।
আরও পড়ুন – বাংলায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন ‘ডেঙ্গি বাংলাদেশ থেকে আসছে,…
যে সকল হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা অত্যধিক সেখানে যাবে ডেঙ্গি পর্যবেক্ষক দল। প্রতিটি হাসপাতালকে ডেঙ্গি রোগীদের জন্য শয্যা প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার জন্য থাকবে পৃথক ফিভার ক্লিনিক। ডেঙ্গি চিকিৎসায় ময়দানে থাকবেন ৯০০০ চিকিৎসক, প্যারা মেডিক্যাল কর্মী।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)