নির্বাচনের আগেই পড়ে যেতে পারে মোদী সরকার,কোন ইঙ্গিত দিলেন মমতা? ২০২৪-এর লোকসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। সব ঠিক থাকলে আর মাত্র কয়েক মাস পরই হবে নির্বাচন। নির্বাচনের পর দিল্লির মসনদে কে থাকবে, তা সময়ই বলবে। কিন্তু তার আগেই পড়ে যেতে পারে সরকার! নবান্নে দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পাশে বসে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর দাবি, নির্ধারিত সময়ের আগেই কোনও মিরাকল ঘটে যেতে পারে। কোনও যাদুবলে পড়ে যেতে পারে সরকার। মঙ্গলবার কলকাতায় আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা। বৈঠকে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরও আমলাদের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে অর্ডিন্যান্স এনেছে কেন্দ্রের বিজেপি সরকার। তা নিয়েও এদিন কড়া বিরোধিতার বার্তা দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “এভাবে চলতে পারে না। আজও আমরা না বুঝতে পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না।” মানুষের কাজ করে সরকার তৈরি করবে অন্য কেউ, আর শাসন ক্ষমতা নিজের হাতে রাখবে বিজেপি, তা হতে পারে না বলে মন্তব্য করেন মমতা।
নবান্ন থেকে মমতা বলেন, ‘আর তো ৬ মাসের ব্যাপার। আর যদি মিরাকল কিছু ঘটে যায়, তাহলে আগেও চলে যেতে পারে। কে বলতে পারে! আমি আজ আছি কাল নাও থাকতে পারি।’
আরও পড়ুন – সন্ত্রাসদমন আদালতে জামিন পেলেন ইমরান, দুর্নীতি মামলায় জামিন স্ত্রী বুশরা বিবিরও
এদিন কেন্দ্রীয় সংস্থা সহ একাধিক ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর দাবি, বিজেপি কার্যত গণতন্ত্রকে ভেঙে দিতে চাইছে। বিজেপির অনেক নেতাও খুশি নয় বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, এভাবে চলতে থাকলে যে কোনও রাজ্যকে ভেঙে দিতে পারে বিজেপি (BJP)।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Fcaebook পেজ এবং Youtube )