পিক আপ ভ্যানচালকের পুত্র শুভ্রাংশু পড়তে চান অর্থনীতি নিয়ে

পিক আপ ভ্যানচালকের পুত্র শুভ্রাংশু পড়তে চান অর্থনীতি নিয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পিক আপ ভ্যানচালকের পুত্র শুভ্রাংশু পড়তে চান অর্থনীতি নিয়ে, বাবা তিন চাকার পিক আপ ভ্যানচালক। সারা দিনে মাত্র ৪ ঘণ্টা পড়েই উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এই বছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। বজবজের বাসিন্দা শুভ্রাংশু পড়াশোনার পাশাপাশি ভালবাসেন বই পড়তে, গান গাইতে। মিশনের বন্ধুদের নিয়ে ‘জোনাকি’ নামে একটি ব্যান্ডও রয়েছে তাঁর। যার মূল গায়ক এক সময় ছিলেন তিনিই। ফলাফল প্রকাশিত হওয়ার পর ‘বন্ধু তোমায় এ গান শোনাব বিকেলবেলায়’ গেয়ে শোনালেন উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী।

 

 

 

 

 

 

মা-বাবাকে নিয়ে শুভ্রাংশুর পরিবার। বাবা পিক আপ ভ্যান চালান। মা গৃহবধূ। ছেলের ফল ভাল হবে, এই নিয়ে আগে থেকেই আশাবাদী ছিলেন শুভ্রাংশুর বাবা-মা। শুভ্রাংশুর মা জানিয়েছেন, পুজোয় জামাকাপড়ের বদলে উপহার হিসাবে বই পছন্দ করেন তিনি। বাড়িতে টিভি দেখতে দেখতে হয় ছবি আঁকেন, নয় অঙ্ক কষেন। খাবারের মধ্যে চাইনিজ় আর বিরিয়ানি বেশি খেতে ভালবাসেন শুভ্রাংশু।

 

 

আরও পড়ুন –  এবার ত্রিপুরা টু বাংলাদেশ আকাশপথেও! আন্তর্জাতিক হচ্ছে আগরতলা বিমানবন্দর ,চলবে স্পাইসজেট

 

 

প্রতিযোগিতা না থাকলে ভাল ফল করা যায় না বলে মনে করেন শুভ্রাংশু। অর্থনীতি নিয়ে পড়তে চান তিনি। ভবিষ্যতে গবেষণার কাজও করতে চান এই বিষয় নিয়ে। অর্থনীতি নিয়ে পড়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী শুভ্রাংশু। স্কুলের লাইব্রেরি সব থেকে প্রিয় জায়গা তাঁর, সেখানেই সব থেকে বেশি সময় কাটিয়েছেন। নিজের রেজাল্টের কৃতিত্ব দিয়েছেন স্কুলের সমস্ত শিক্ষকদের। স্কুলের রুটিন মেনেই পড়াশোনা করতে হত। ৬টি বিষয়ের জন্য মোট ৪ ঘণ্টা সময়ই যথেষ্ট মনে করেন উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার। বজবজের বাসিন্দা শুভ্রাংশু পড়াশোনার পাশাপাশি ভালবাসেন বই পড়তে, গান গাইতে। মিশনের বন্ধুদের নিয়ে ‘জোনাকি’ নামে একটি ব্যান্ডও রয়েছে তাঁর।

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top