নিজস্ব সংবাদদাতা,বেলডাঙা, ৬ই ডিসেম্বর : বেলডাঙ্গায় ফের প্রশাসনের তৎপরতায় বন্ধ হল এক নাবালক ও নাবালিকার বিয়ে । বেলডাঙা থানায় এসে দুই পরিবার মুচলেখা দেয় ছেলে মেয়ে সাবালক হলেই তারা বিয়ে দেবেন।
সুত্রের খবর বেলডাঙ্গার কাজিসা এলাকার বাশিন্দা এলাই সেখ তার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন তারই এক আত্মীয় রেজিনগর থানার তকিপুরের বাশিন্দা পেশায়ীক রাজমিস্ত্রীর সাথে । নাবালিকা মেয়ে বেগুনবাড়ী হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ,অন্যদিকে যে ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল তাও বয়সও কম। সেও নাবালক। আগামী শুক্রবার এই দুজনের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু গোপনে এই বিয়ের কথা জানতে পারে প্রশাসন, এবং দুই পরিবারের সদস্যদের বৃহস্পতিবার বেলডাঙা থানায় ডেকে পাঠানো হয়। সেই মত এদিন দুই পরিবারকে বোঝানো হয় অল্প বয়সে বিয়ের কুফল সম্পর্কে, সমস্ত কিছু শোনার পর তাদের পরিবার মুচলেখা দেন তারা সাবাল হলে তবেই তাদের বিয়ে হবে