কেন শুভেন্দু তৃণমূল ছেড়েছিলেন?খোলসা করলেন বিরোধী দলনেতা,

কেন শুভেন্দু তৃণমূল ছেড়েছিলেন?খোলসা করলেন বিরোধী দলনেতা,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কেন শুভেন্দু তৃণমূল ছেড়েছিলেন?খোলসা করলেন বিরোধী দলনেতা, মানুষের মনের কথা আরও বেশি করে বুঝতে, জনসংযোগ বাড়াতে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের সেই কর্মসূচিতে আসরে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। প্রথমে একবার মালদায়, তারপর শালবনিতে… দু’বার অভিষেকের নবজোয়ারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে গিয়ে উপস্থিত। এছাড়া মাঝে একবার অভিষেককে যখন সিবিআই তলব করল, তখন বাঁকুড়ায় ভার্চুয়ালি বার্তা দিয়েছিলেন মমতা। বার বার অভিষেকের কর্মসূচিতে মমতাকে আসরে নামা নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তাহলে কি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে প্রোজেক্ট করতে চাইছেন? সাংবাদিকের প্রশ্নে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট ভাষায় বললেন, ‘এই জন্যই তো আমি তৃণমূল ছেড়েছি।’

 

 

 

 

 

 

এদিনের মিছিল থেকে বিধানসভার বিরোধী দলনেতা আরও বলেন, ‘মানুষ পরিবর্তন চাইছেন। মানুষ চাইছেন চোরেরা জেলে যাক।’ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রবিবারের এই মিছিল ঘিরে সোনারপুরে এদিন বিজেপি কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলে হাঁটতে হাঁটতে পথের দু’ধারে স্থানীয় মানুষজনের সঙ্গে কথাও বলেন তিনি। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসকেও কড়া ভাষায় বিদ্ধ করে আক্রমণ শানিয়ে গেলেন।

 

 

 

 

আরও পড়ুন –  ‘একটা সময় আমাদের সকলের কাছে বাড়ি-গাড়ি থাকবে…’, হঠাৎ কেন এমন বললেন ফিরহাদ?

 

 

 

এরপরই পরিবারতন্ত্রের ইস্যুতে শুভেন্দু অধিকারী আবারও খোঁচা দেন তৃণমূল শিবিরকে। বললেন, ‘এই জন্যই তো বিজেপি তেলাঙ্গানা ও পশ্চিমবঙ্গ থেকে পরিবারবাদ, তোষণবাদ ও দুর্নীতি খতম করে বিকাশবাদকে জয়যুক্ত করবে।’ উল্লেখ্য, পরিবারতন্ত্রের ইস্যুতে এই প্রথমবার নয়, এর আগেও বার বার তৃণমূলকে বিঁধেছে রাজ্যের বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপি। রবিবার বিজেপির দক্ষিণ ২৪ পরগনা (পূর্ব) জেলা কমিটির তরফে সোনারপুরে এক মিছিল থেকে সেই ইস্যুতেই আবারও রাজ্যের শাসক দলকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top