রাস্তায় টাকা কুড়িয়ে পেয়েছেন! শুভ না অশুভ জানেন কি?

রাস্তায় টাকা কুড়িয়ে পেয়েছেন! শুভ না অশুভ জানেন কি?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাস্তায় টাকা কুড়িয়ে পেয়েছেন! শুভ না অশুভ জানেন কি? রাস্তায় হাঁটতে হাঁটতে কখনও কখনও কয়েন বা টাকা পড়ে থাকতে দেখা যায়। অনেকে ভাগ্যবান ভেবে ওই টাকা বা কয়েন পকেটে পুড়ে ফেলে, আবার কেউ কেউ সেই কয়েন জলে ফেলে দেন। এমন ঘটনা কোনও না কোনও সময় প্রত্যেক ব্যক্তির সঙ্গেও ঘটে থাকে। কয়েনের পাশাপাশি একটি নোটও হতে পারে। কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে ওই কয়েন বা টাকা দিয়ে কী করা উচিত? বিভ্রান্তি তৈরি হয় এখানেই। খরচ করবেন না অন্য জায়গায় দান করবেন, তা অজানা। রাস্তায় পড়ে থাকলে কেউ তুলে নিয়ে নিজের কাছে রেখে দেন আবার অনেকে মন্দিরে দান করে দেন। কিন্তু, প্রশ্ন হল রাস্তায় পড়ে থাকা টাকা তোলা উচিত কিনা? রাস্তায় পড়ে থাকা টাকা খুঁজে পাওয়া কি শুভ নাকি অশুভ?

 

 

 

 

 

পড়ে থাকা টাকা পাওয়া কি শুভ না অশুভ?

বিশেষ করে রাস্তায় পড়ে থাকা কয়েন দেখতে পেলে তা খুব শুভ বলে মনে করা হয়।বাস্তুশাস্ত্র হিসেবে রাস্তায় পড়ে থাকা একটি মুদ্রা পাওয়া মানে পূর্বপুরুষদের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত।আপনি যদি পরিশ্রমের সঙ্গে কোনও কাজ করে থাকেন,তাহলে অবশ্যই তাতে সফল লাভ করতে পারবেন।চিনে টাকা বা কয়েনকে শুধু লেনদেনের একটি রূপ হিসেবেই দেখা হয় না,সৌভাগ্যের প্রতীক হিসেবেও মনে করা হয়।

 

রাস্তায় কিছু টাকা পড়ে থাকলে তা মন্দিরে দান করুন বা আপনার পার্সে বা বাড়ির কোথাও রাখতে পারেন,কিন্তু বাস্তু অনুসারে তা খরচ করা উচিত নয় একেবারেই।

আপনি যদি পথে কয়েন পেয়ে থাকেন,তাহলে বুঝতে হবে আপনি নতুন কোনও কাজ শুরু করতে চলেছেন।এই কাজে সাফল্য ও অর্থ উভয়ই পাওয়ার সম্ভাবনা বৃ্দ্ধি পায়।

 

 

 

 

আরও পড়ুন –  জেলে জীবনকৃষ্ণ, আদালতের নির্দেশে এবার ভাঙা হবে বড়ঞায় বেআইনিভাবে নির্মিত কার্যালয়,

 

 

 

 

বাস্তুশাস্ত্র অনুসারে,আপনি যদি কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য কোথাও যাচ্ছেন এবং সেই সময় আপনি পথে একটি মুদ্রা বা নোট পড়ে থাকতে দেখেন, তাহলে তা শুভ।যে কাজের জন্য যাচ্ছেন তাতে সাফল্যের বার্তা হিসেবে দেখা হয়।

যদি কাজ থেকে বাড়ি ফিরছেন,আর পথে কয়েন বা টাকা পড়ে থাকতে দেখেন, তাহলে তাও শুভ।শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন বলে মনে করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top