বৃহস্পতিবার নন্দীগ্রামে ‘মেগা ডে’, নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা অভিষেকর আগামিকাল নন্দীগ্রামে ‘মেগা ডে’৷ কারণ, এই দিনই পায়ে হেঁটে নন্দীগ্রামে পৌঁছবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দেখা করবেন নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে৷ শেখ ইসরাফিলের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করার কথা তাঁর৷ গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি৷ তারপর ক্রমে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া হয়ে এখন পূর্ব মেদিনীপুরে পৌঁছেছে অভিষেকের নবজোয়ার যাত্রা৷ এই যাত্রারই অংশ হিসাবে আগামিকাল, বৃহস্পতিবার ‘নন্দীগ্রাম চলো’র ডাক দিয়েছে তৃণমূল।
রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যুর অভিযোগ উঠেছে শেখ ইসরাফিল নামের এক ব্যক্তি৷ এদিন ইসরাফিলের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন তিনি৷ পূর্ব মেদিনীপুর সফরের শুরুতেই শুভেন্দুকে লাগাতার আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়৷ অধিকারী গড় কাঁথিতে রাত্রিবাস করেছেন৷ আর পটাশপুরের সভা থেকে তোপ দেগেছেন নন্দীগ্রামের বিধানসভা ভোটের ফল নিয়ে৷
অভিষেক বন্দোপাধ্যায় উল্লেখ করেন, “গরম উপেক্ষা করে দু’ধারে রাস্তায় কাতারে কাতারে লোক৷ সভার চেয়ে ১০ গুণ বেশি লোক রাস্তার পাশে। এই মাটি বারে বারে দেশকে পথ দেখিয়েছে৷ দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে এখানে সমান্তরাল সরকার চালিয়েছিল সতীশ সামন্ত৷ নন্দীগ্রাম, নেতাইয়ের মাটি। এই মাটি বশ্যতা স্বীকার করে না। এই মাটি মেরুদণ্ড বিক্রি করে রাজনীতি করে না৷..একজন নিজের পিঠ বাঁচাতে বিজেপিতে গেছে বলে লোকে ভেবেছিল দল ভেঙে গেছে। আর বাস্তবে দেখা গেল ৩৫ আসনের মধ্যে ২৪ আসন জিতল তৃণমূল।’’
আরও পড়ুন – চিকিৎসকদের জন্য বড় নির্দেশ নবান্নের, মদন মিত্রের তোপের পরেই এই পদক্ষেপ!
ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷ কুণাল ঘোষকে পূর্ব মেদিনীপুরের বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। নন্দীগ্রাম বা কাঁথিতে একাধিক সভা, মিছিল করেছে তৃণমূল কংগ্রেস৷ পাল্টা কর্মসূচি পালন করেছে বিজেপিও৷ এই অবস্থায় নন্দীগ্রামে অভিষেকের পদযাত্রা রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ।
তৃণমূল সূত্রের খবর, এদিন চণ্ডীপুর থেকে ২০ কিমি পদযাত্রা করে নন্দীগ্রামে পৌঁছবেন অভিষেক। দেখা করবেন নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে৷