কলকাতায় কর্মরত ED আধিকারিকদের সঙ্গে টানা ৯ ঘণ্টা দফায় দফায় বৈঠক করলেন ED-র ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র

কলকাতায় কর্মরত ED আধিকারিকদের সঙ্গে টানা ৯ ঘণ্টা দফায় দফায় বৈঠক করলেন ED-র ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতায় কর্মরত ED আধিকারিকদের সঙ্গে টানা ৯ ঘণ্টা দফায় দফায় বৈঠক করলেন ED-র ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র। নিয়োগ দুর্নীতির তদন্ত কী আরও গতি পেল? রাঘব বোয়াল কী ধরা পড়তে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের জালে? ED-র ডিরেক্টর সঞ্জয় কুমার মিশরের কলকাতা সফরের পর উঠে আসছে এরকমই একাধিক প্রশ্ন। শুক্রবার সকাল থেকে প্রায় ৯ ঘণ্টা ম্যারাথন বৈঠক করলেন ED ডিরেক্টর। দফায় দফায় কলকাতায় নিয়োজিত তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠকের পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি অফিস থেকে শুক্রবার সন্ধ্যায় বের হন ED-র ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র।

 

 

 

 

 

 

প্রসঙ্গত, কয়েক দিন আগেই নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের স্বার্থে ED সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির হাতে। সেই সম্বন্ধীয় একাধিক বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয়, তা দেখার অপেক্ষায় বঙ্গবাসী।

 

 

 

 

 

 

কালো টাকা উদ্ধারে যারা গ্রেফতার হয়েছে তাদের বয়ান নথিভূক্ত করা হয়েছে। সেই সব বয়ানের ভিত্তিতে আরও তল্লাশি অভিযান চালালে সে ক্ষেত্রে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হতে পারে বলে নির্দেশ দেওয়া হয়েছে। উদাহরণ হিসাবে মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে কোটি, কোটি টাকা উদ্ধার হয়েছে ব্যাঙ্ক ফ্রড মামলার তদন্ত করতে গিয়ে কালো টাকা উদ্ধারের প্রসঙ্গ। একাধিক বিষয় উল্লেখ করা হয় এই দিনের বৈঠকে।

 

 

 

দ্বিতীয় দফার বৈঠকে রাজ্যে কয়লা পাচার, গোরু পাচার ও নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে, সে সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন ED ডিরেক্টর। এছাড়াও যাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেই প্রসঙ্গও উল্লেখ করা হয় বৈঠকে।

 

 

 

আরও পড়ুন –  ২০২৪-এ বিরোধী জোট ‘চমকপ্রদ ফল’ করবে বলে আমেরিকায় দাবি রাহুলের,

 

 

আগামী দিনে কীভাবে তারা তদন্ত করবে তদন্তের রূপরেখা তিনি নির্ণয় করেন। পাশাপাশি, EDর আইনজীবী ও সিবিআই আইনজীবীদের সঙ্গে তিনি একটি বৈঠক করেন। একাধিক নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়ে শুক্রবার সকাল ১১টা থেকে দু দফায় ম্যারাথন বৈঠকের শেষে শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ সল্টলেকের ইডি দফতর থেকে তিনি বেরিয়ে যান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top