অভিযোগ মেনে নিতে চাপ দেওয়া হচ্ছে ,আদালতে দাবি ‘কালীঘাটের কাকু’র,

অভিযোগ মেনে নিতে চাপ দেওয়া হচ্ছে ,আদালতে দাবি ‘কালীঘাটের কাকু’র,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অভিযোগ মেনে নিতে চাপ দেওয়া হচ্ছে ,আদালতে দাবি ‘কালীঘাটের কাকু’র, ইডির বিরুদ্ধে অসাংবিধানিক পদ্ধতিতে জিজ্ঞাসাবাদের অভিযোগ তুললেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay-Krishna-Bhadra)। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। আদালতের নির্দেশে আপাতত ১৪ দিনের ইডি হেফাজতে রয়েছেন তিনি। সেখান থেকেই আদালতে তাঁর অভিযোগ, ইডি তাঁকে দোষ কবুল করে নেওয়ার জন্য ‘চাপ’ দিচ্ছে। বিচারভবনে ‘কালীঘাটের কাকু’ (Sujay-Krishna-Bhadra) আবেদন করেছেন, ইডি হেফাজতে অসাংবিধানিক ভাবে তাঁকে চাপ দেওয়া হচ্ছে। নিজের আইনজীবীর সঙ্গে দেখা করারও অনুমতি চেয়েছেন তিনি।

 

 

 

 

‘কালীঘাটের কাকু’কে (Sujay-Krishna-Bhadra) আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন বিচারক। আদালত জানিয়েছে, ইডি হেফাজতে থাকাকালীন নির্দিষ্ট সময় অন্তর তিনি তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন।

 

 

 

 

বিচারভবনে ‘কালীঘাটের কাকু’ (Sujay-Krishna-Bhadra) আবেদন করেছেন, ইডি হেফাজতে অসাংবিধানিক ভাবে তাঁকে ‘চাপ’ দেওয়া হচ্ছে। তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে, সেগুলি স্বীকার করে নেওয়ার জন্য গোয়েন্দারা তাঁকে ‘চাপ’ দিচ্ছেন।

 

 

 

নিজের আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন ‘কালীঘাটের কাকু’(Sujay-Krishna-Bhadra) । অভিযোগ, হেফাজতে থাকাকালীন তাঁকে আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমনটাই জানিয়েছেন সুজয়ের  (Sujay-Krishna-Bhadra) আইনজীবী সেলিম রহমান। আইনজীবীর সঙ্গে নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেখা করার অনুমতি চেয়েছেন সুজয় (Sujay-Krishna-Bhadra) । আইনজীবী মারফত জানিয়েছেন, ‘কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ১৯৭৩’-এর ৪১ডি ধারা অনুযায়ী ইডির জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীকে পাশে পাওয়ার অধিকার রয়েছে তাঁর।

 

 

আরও পড়ুন –  ভবিষ্যতে এসপ্ল্যানেড চত্বরে তিন স্টেশন যানজট বাড়াবে! মেট্রোর জিএম-কে চিঠি পরিবহণ সচিবের,

 

 

 

আরও পড়ুন –   ভোটমুখী রাজস্থানে চাপে কংগ্রেস! কবে নতুন দল নিয়ে সামনে আসতে চলেছেন শচিন…

 

 

 

যদিও এ প্রসঙ্গে ইডির দাবি, হেফাজতে থাকাকালীন ‘কালীঘাটের কাকু’ (Sujay-Krishna-Bhadra) তাঁর আইনজীবী এবং কন্যার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top