আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ঘোষণা কমিশনারের , ৮ জুলাই হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। নির্ঘণ্ট প্রকাশ কমিশনের, এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন। এক দফাতেই সম্পন্ন হবে পঞ্চায়েত ভোট। নির্বাচনের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার রাজীব সিনহা নিজের দফতরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের মূল কাজ সুষ্ঠুভাবে নির্বাচন করানো। দিন ঘোষণার বিষয়টি এককভাবে নয়, সরকারের সঙ্গে যৌথ আলোচনাক্রমেই ঠিক হয়।
রাজ্য নির্বাচন কমিশন নিয়ম মেনেই সব কাজ করবে।’ পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, এটা নির্বাচন কমিশনের এর ব্যাপার। পঞ্চায়েত এর ব্যাপারে কমিশন বলবে।
আরও পড়ুন – শনিবার ঠাকুরবাড়িতে অভিষেকের সভা,২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা সভা শান্তনুরও
আরও পড়ুন – ‘দিদিকে বলো’-র পর এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ , কীভাবে জানাবেন অভিযোগ?
প্রসঙ্গত, মাত্র ২৪ ঘণ্টা আগেই রাজ্যের নির্বাচন কমিশনের নতুন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন রাজীব সিনহা। বুধবার দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। রাজ্য সরকার নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নাম প্রস্তাব করে পাঠিয়েছিল। কিন্তু প্রথমে রাজ্যপাল সেই প্রস্তাবে অনুমোদন দেননি। রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং নবান্নের মধ্যে এই নিয়ে টানাপোড়েনের পর শেষ পর্যন্ত রাজভবনের সবুজ সংকেত মেলায় রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সেই রাজীব সিনহাই। ৮ জুলাই হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। নির্ঘণ্ট প্রকাশ কমিশনের l
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)