কানাডায় ভারতীয় পড়ুয়াদের ভিসা সমস্যা সমাধানে আসরে নামলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ঠিক কী কী জানালেন তিনি? জাল নথি পেশের জন্য ৭০০ বেশি ভারতীয় পড়ুয়াকে কানাডা থেকে বিতরণের হুমকি দিয়েছে ওই দেশের সরকার। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছে ভুক্তভোগীরা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সমস্যা সমাধানে দিলেন আশ্বাস। সূত্রের খবর ভিসার পাওয়ার ক্ষেত্রে জাল নথি জমা দেওয়ার অভিযোগ আনা হয়েছে ওই ভারতীয় পড়ুয়াদের বিরুদ্ধে। কানাডা প্রশাসনে তরফে জানানো হয়েছে যে ভিসা আবেদনের জন্য ওই পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানের যে তথ্য পেশ করেছে, তা জাল বলে প্রমাণিত হয়েছে।
জয়শঙ্কর আরও জানিয়েছেন যে নির্দোষ ভারতীয় পড়ুয়াদের কানাডা থেকে বের করে দেওয়া হলে, তা হবে অনৈতিক। সমস্যা সমাধানে ভারত সরকার উদ্যোগী বলে জানান তিনি। তাঁর মতে, কানাডা সরকার এক্ষেত্রে স্বচ্ছতার নীতি নেবে। জানা গিয়েছে যে ভিসার জন্য জাল নথি পেশের পিছনে ৭০০ জন পড়ুয়া যুক্ত থাকলেও, এর সংখ্যা আরও বেশি। ইতিমধ্যে কানাডার সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন ভক্তভোগীরা।
এরপরেই তাঁদের কানাডা থেকে তাড়ানোর হুমকির দেওয়া হয়। জানা গিয়েছে, পঞ্জাবের এক ব্যক্তির মাধ্যমে গত ২০১৮ সাল থেকে ২০২২ সাল, এই চার বছরে স্টাডি ভিসার জন্য ৭০০ জন আবেদন করেছিলেন। সেই ভিসা অনুমোদনের পর কানাডায় পড়তে যায় তাঁরা। যে এজেন্টের হাত ধরে তাঁরা কানাডায় এসেছিল, সেখানে পৌঁছনোর পর শুরু হয় নতুন সমস্যা। এজেন্ট তাদের বলে যে কানাডার যেসমস্ত কলেজে তারা পড়তে এসেছে, সেখানে সমস্ত আসন পূরণ হয়ে গিয়েছে। অন্য কলেজে পড়তে হবে তাঁদের।
এজেন্টের কথা শুনে ভুক্তভোগীদের মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। তবুও সেই সময় অন্য কলেজে পড়ার ব্যপারে সম্মতি দিয়েছিল তাঁরা। কিন্তু তিন থেকে চার বছর কানাডায় পড়াশোনার পর এখন ওই ৭০০ জন পড়ুয়ারা এখন জানতে পারছে, ভিসা নেওয়ার সময় ভুয়ো ভর্তির শংসাপত্র দাখিল করা হয়েছিল। এদিকে, কয়েকদিন আগে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়া পড়ুয়াদের সমস্যা সমাধানে ভারত সরকারের হস্তক্ষেপের আবেদন করেন পঞ্জাবের এনআরআই বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল। বিদেশমন্ত্রককে লেখা চিঠিতে পড়ুয়ারা প্রতারকের দ্বারা প্রতারিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল।
আরও পড়ুন – আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ঘোষণা কমিশনারের ,
এরপরেই সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেন, সমস্যা সমাধানে কানাডার ভারতীয় হাইকমিশনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, জাল শংসপাত্র দিয়ে ভিসা পাওয়ার ঘটনাটি প্রমাণিত হলে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও সওয়াল করেছেন বিদেশমন্ত্রী।