করমণ্ডল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য কোন তহবিল থেকে? জানিয়ে দিলেন মমতা , করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Coromandel Express Accident) ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকার যে আর্থিক সাহায্য করছে, সেই আর্থিক সাহায্য কোন তহবিল থেকে করা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) টুইটারে অভিযোগ তুলেছিলেন, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিচ্ছে, তা নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা থেকে দেওয়া হচ্ছে। এরপর গতকাল শ্রম মন্ত্রকের থেকে একটি চিঠিও পাঠানো হয়েছে রাজ্যের শ্রম দফতরকে। সেখানে বলা হয়েছে, নির্মাণ শ্রমিকদের উন্নয়নের জন্য পাঠানো কেন্দ্রের আর্থিক সাহায্য যাতে অন্য কোনও কাজে ব্যবহার না হয়, সেই বিষয়টিতে যাতে নজর রাখা হয়।
বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বললেন, ‘আমি সাহায্য করেছি। আমি কোথা থেকে টাকা নিয়ে সাহায্য করেছি, সেটা তাঁদের না দেখে, আম-জাম খেতে বলুন। তাঁরা জানেন কোনও কাজ? আপনাদের জানিয়ে রাখার জন্য বলি, এটা বিপর্যয় মোকাবিলা দফতর থেকে করা হয়েছে। শ্রম দফতর থেকেও আমি করতে পারি। কারণ, পরিযায়ী শ্রমিকের ব্যাপারটাই শ্রম দফতরের অধীনে। সরকার কোন ফান্ড থেকে করবে… সব টাকাটাই সরকারের টাকা।’
এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘A থেকে করব, নাকি B থেকে করব, নাকি C থেকে করব, সেটা… আমাদের জিজ্ঞেস না করে, ওদের প্রশ্ন করুন এত বড় দুর্ঘটনার পর এত বড় বড় কথা বলছে কীভাবে? মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকুক।’
উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে করমণ্ডল দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য। এর পাশাপাশি গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও অল্প আহতদের ৫০ হাজার টাকা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার।
আরও পড়ুন – ‘ইমার্জেন্সি রোগীদের হাসপাতালের ভর্তির তাৎক্ষণিক ব্যবস্থা নিতে একটি মেকানিজম তৈরি করুন’ পরামর্শ…
এই ঘটনা পরম্পরার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, দুর্ঘটনাগ্রস্তদের আর্থিক সাহায্য শ্রম দফতরের টাকা থেকে করা হয়নি। আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের তহবিল থেকে।