পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর ,

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর , পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই স্বরাষ্ট্রমন্ত্রকে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাক্ষাৎ করলেন। দু’জনের মধ্যে আধ ঘণ্টা মতো কথাবার্তা হয়। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের স্ট্র্যাটেজি ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। তারপর শুক্রবার সকালেই তড়িঘড়ি দিল্লি যান শুভেন্দু। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাক্ষাৎ করলেন। দু’জনের মধ্যে আধ ঘণ্টা মতো কথাবার্তা হয়। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের স্ট্র্যাটেজি ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

 

 

 

 

 

 

ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। বাহিনীর দাবি নিয়ে মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজ্য পুলিশ দিয়ে কীভাবে এক দফাতে ভোট নিরাপত্তার সঙ্গে করাতে পারবে, তা নিয়ে ধন্দে বিরোধীরা। সেক্ষেত্রে শুভেন্দু আগেই হুঁশিয়ারি দিয়েছেন, রাজ্যে নির্বাচনে কোনও রকমের অশান্তি হলে, তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশন রাজীব সিনহা।

 

 

 

 

টুইটে শুভেন্দু প্রশ্ন করেন, “রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যটা খুব পরিষ্কার। হঠাৎ করে এই ভাবে ভোট ঘোষণা থেকে এটা খুব পরিষ্কার কমিশন তৃণমূলের আঞ্চলিক শাখা সংগঠন হিসাবে কাজ করছে।” হঠাৎ করে ভোটের দিন ঘোষণা, আর উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা কেন নেওয়া হল না, তা নিয়েও প্রশ্ন তোলেন।

 

আরও পড়ুন –  ধ্বজা একদিনের জন্য বদলানো না হলে টানা ১৮ বছর বন্ধ থাকবে পুরীর…

 

 

https://twitter.com/SuvenduWB/status/1666788083420008449?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1666788083420008449%7Ctwgr%5E5ab35569a50e61001bb424d2642a964c6513c789%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fwest-bengal-panchayet-election-2023-discussion-on-strategy-army-suvendu-adhikari-meet-amit-shah-in-home-ministry-833777.html

 

 

নির্বাচনের দিন ঘোষণা হতেই ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে টুইট করেন শুভেন্দু।তিনি অভিযোগ করেন, বাংলায় গণতন্ত্রের হত্যা হচ্ছে। রাজ্য, ব্লক, জেলাস্তরে একটিও সর্বদলীয় বৈঠক না করে কীভাবে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। পাশাপাশি কেন রাজ্যে এক দফা নির্বাচন, তা নিয়েও সরব হন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top