ডাবের জল খেতে হয় সময় ধরে, দিনের কোন সময়ে খাবেন?

ডাবের জল খেতে হয় সময় ধরে, দিনের কোন সময়ে খাবেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ডাবের জল খেতে হয় সময় ধরে, দিনের কোন সময়ে খাবেন? ডাবের জলের স্বাস্থ্যগুণ সম্পর্ক কমবেশি সকলেই ওয়াকিবহাল। গরম বলে নয়, সারা বছর এই পানীয় শরীরের যত্ন নেয়। গরমে শরীর অল্পেতেই কাহিল হয়ে পড়ে। শরীর চাঙ্গা রাখতে ডাবের জলের সত্যিই জুড়ি মেলা ভার। বহু চিকিৎসক-পুষ্টিবিদ গরমে রোজ একটি করে ডাব খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এমনকি, নিয়মিত শরীরচর্চা যাঁরা করেন, জিম থেকে ফিরে ডাবের জল খেতে পারলে সুফল মিলবে বলেও পরামর্শ দিচ্ছেন প্রশিক্ষকরা। ত্বকের জেল্লা বাড়াতেও ডাবের জলের উপর চোখ বন্ধ করে ভরসা করে যেতে পারে বলে মনে করেন অনেকে। কিন্তু তা হলেও যে কোনও সময়ে ডাবের জল খাওয়া যায় না। সবের যেমন সময় আছে, ডাবের জল খাওয়ার বিষয়েও তেমনটা মানতে পারলে মিলবে সুফল।

 

 

 

 

 

সকালে ডাবের জল খেলে খালি পেটে খাওয়া জরুরি। ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দেওয়ার আগেই খেয়ে নিতে হবে এই উপকারী পানীয়। ডাবের জলে রয়েছে লরিক অ্যাসিড, যা নানা ধরনের রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়িয়ে তোলে। ডাবের জল দিয়ে যদি সকাল শুরু করেন, তা হলে সারা দিন চনমনে থাকবে শরীর। এ ছাড়া, শরীরচর্চার আগে কিংবা পরেও ডাবের জল খেতে পারেন। বেশ ঝরঝরে লাগবে। আর একান্ত যদি সকালে না হয়, তবে সন্ধ্যায় কাজ থেকে ফিরে এক কাপ ডাবের জল খান। ক্লান্তি কাটবে।

 

 

 

আরও পড়ুন – ৪ লক্ষ মৃত্যু ঠেকাতে পারে মোদী সরকারের ‘জল জীবন মিশন’, মনে করছেন…

 

 

 

 

নিয়মিত যাঁরা ডাবের জল খান, তাঁদের অনেকের মতে, সকালে খালি পেটে ডাবের জল খাওয়া সবচেয়ে ভাল অভ্যাস। তাতে নাকি ভাল থাকে পেট। হজমও ভাল হয়। আবার কেউ সন্ধেবেলায় ডাবের জল খাওয়ার পক্ষে। পুষ্টিবিদেরাও একই কথা বলছেন। বেশি উপকার পেতে সকালে ডাবের জল খাওয়া ভাল। আর না হলে খেতে হবে সন্ধ্যাবেলায়। সারা দিনের মধ্যে এই দু’টি সময়েই সবচেয়ে উপকার মেলে ডাবের জল থেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top