আইপিএস অফিসারের বিরুদ্ধে  কি কারণে  মামলা করেছিলেন ধোনি, শুনানি কবে?

আইপিএস অফিসারের বিরুদ্ধে  কি কারণে  মামলা করেছিলেন ধোনি, শুনানি কবে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আইপিএস অফিসারের বিরুদ্ধে  কি কারণে  মামলা করেছিলেন ধোনি, শুনানি কবে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি ১৬টি সংস্করণ হয়েছে। এর মধ্যে পাঁচ বার করে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। কিন্তু এর মধ্যে দু বছর নির্বাসিত ছিল চেন্নাই সুপার কিংস। গড়াপেটা কান্ডে জড়িয়েছিল চেন্নাই। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও জল্পনা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য এবং আদালত অবমাননার দায়ে আইপিএস অফিসার সম্পথ কুমারের বিরুদ্ধে মামলা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয়, মহেন্দ্র সিং ধোনি সংস্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিরুদ্ধে মন্তব্য এবং তাঁর বিরুদ্ধে মানহানির জন্য ১০০ কোটি টাকার ক্ষতিপূরণও দাবি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাদ্রাস হাইকোর্টে সেই মামলার শুনানি হবে ১৫ জুন।

 

 

 

 

 

দু-বছর আইপিএলে সিএসকে নির্বাসিত থাকায় ধোনি পুনে দলে খেলেছিলেন। সিএসকে ফেরার পর ধোনির নেতৃত্বেই খেলে চেন্নাই সুপার কিংস। গড়াপেটা কান্ড থেকে সম্মান পুনরুদ্ধার করেছিল চেন্নাই সুপার কিংস। সদ্য সমাপ্ত আইপিএলের ১৬তম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে মাহির চেন্নাই। ফাইনালে ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে শেষ বলে হারায় সিএসকে। সব মিলিয়ে চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পঞ্চম ট্রফি।

 

 

 

 

 

মাদ্রাস হাইকোর্টের তরফে আজ জানিয়েছে, মহেন্দ্র সিং ধোনি যে মামলা করেছিলেন তামিলনাডু ক্যাডারের আইপিএস সম্পথ কুমারের বিরুদ্ধে তা বৃহস্পতিবার শোনা হবে। আদালত অবমাননার মামলাগুলি প্রতি বৃহস্পতিবারই শোনা হয়। সে কারণেই ধোনির মামলাটিও বৃহস্পতিবার শোনা হবে। তামিলনাডুর অ্যাডভোকেট জেনারেল আর শম্মুগসুন্দরম এই মামলা এগিয়ে নেওয়ার ব্যাপারে অনুমতি দিয়েছেন। আইপিএস সম্পথ কুমারের মন্তব্য কোর্টের কার্যকলাপের বিরুদ্ধে বলে মনে করছেন অ্যাডভোকেট জেনারেল।

 

 

 

আরও পড়ুন –   বৃহস্পতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’,প্রায় ১০ হাজার বাসিন্দাকে সরানো হল

 

 

 

আইপিএলে ফিক্সিংয়ের বিষয়ে তোলপাড় হয়েছিল ২০১৪ সালে। রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। যার ফলে ২০১৬ ও ২০১৭ মরসুমে রাজস্থান ও চেন্নাই ফ্র্যাঞ্চাইজি দলকে নির্বাসিত করা হয়েছিল।

RECOMMENDED FOR YOU.....