বসতে পারছেন না চায়ের দোকানে, বারবার শুনতে হচ্ছে চোর চোর স্লোগান, একঝাঁক তৃণমূল কর্মী যোগদান করলেন বিজেপিতে

বসতে পারছেন না চায়ের দোকানে, বারবার শুনতে হচ্ছে চোর চোর স্লোগান, একঝাঁক তৃণমূল কর্মী যোগদান করলেন বিজেপিতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বসতে পারছেন না চায়ের দোকানে, বারবার শুনতে হচ্ছে চোর চোর স্লোগান, একঝাঁক তৃণমূল কর্মী যোগদান করলেন বিজেপিতে ,পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, মুর্শিদাবাদের পর এবার উত্তর দিনাজপুর। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রায় ১০০ জন কর্মীর। এদের মধ্যে রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যরাও রয়েছেন বলে খবর। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জে জেলা পার্টি অফিসে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। দলবদলু নেতা কর্মীদের বক্তব্য, চাকরি-সহ একাধিক দুর্নীতির কারণে ‘চোর চোর’ স্লোগান শুনতে হয় তাঁদের। সেই কারণে তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জে জেলা পার্টি অফিসে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। দলবদলু নেতা কর্মীদের বক্তব্য, চাকরি-সহ একাধিক দুর্নীতির কারণে ‘চোর চোর’ স্লোগান শুনতে হয় তাঁদের। সেই কারণে তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।

 

 

 

যদিও, জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, “যাদের ভরসা নেই তাঁরাই দল বদল করছেন। আসলে পঞ্চায়েত ভোটের টিকিট পাবেন না সেই আশঙ্কাতেই দলবদল।”

 

 

আরও পড়ুন – আবাস যোজনায় বাড়ি পেয়েছেন যাঁরা তাদের আধার সংযোগ করতে নির্দেশ,

 

 

বিজেপি-তে যোগ দিয়ে মনোরঞ্জন দাস নামে এক ব্যক্তি বলেন, “আমি পাঁচ বছর ধরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলাম। বিগত দিনে দেখলাম তৃণমূলে ক্রমাগত সন্ত্রাস হচ্ছে। পার্টির মধ্যে শৃঙ্খলা নামে কিছুই নেই। তার মধ্যে যখনই বাড়ি থেকে বের হই তখনই চোর-চোর স্লোগান। চায়ের দোকানে আড্ডা মারতে পারছি না, মুখ লুকিয়ে ঘুরতে হচ্ছে। এই অপশাসনের জন্যই দলবদল করলাম।” জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, “তৃণমূলের একের পর এক দুর্নীতির প্রতিবাদেই এদিন প্রচুর মানুষ আমাদের পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছেন।”

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top