নবান্নে নওশাদ, ভাঙড় নিয়ে কথা বলতে এসেছিলাম, মুখ্যমন্ত্রী ব্যস্ত, সময় দিতে পারেননি, তাই ফিরে যাচ্ছি, বললেন নওশাদ । মনোনয়নে বাধা পেয়ে মুখ্যমন্ত্রীর দরজায় আইএসএফ বিধায়ক (Nawsad Siddique)। মূলত তৃণমূল-আইএসএফ সংঘর্ষেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় (Bhangar)। আইএসএফ-কে (ISF) মনোনয়ন পেশ করতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। বুধবার দুপুরে নবান্নে গিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। দুপুর ৩টে নাগাদ তাঁকে নবান্নে ঢুকতে দেখা যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে তাঁর দেখা হয়নি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে অশান্তিতে যখন উত্তপ্ত ভাঙড়, তখন বুধবার দুপুরে আচমকাই নবান্নে গেলেন সেখানকার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। দুপুর ৩টে নাগাদ তাঁকে নবান্নে ঢুকতে দেখা গিয়েছে। নওশাদ একাই ছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই ভাঙড়ে অশান্তির সূত্রপাত। প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এই এলাকায়। আইএসএফ এবং শাসকদল তৃণমূলের নেতা, কর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গেও বচসা হয় শাসক এবং বিরোধী দলের কর্মীদের। পর পর তিন দিন ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত।
নওশাদ জানান, মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবিকা। জনপ্রতিনিধি হিসাবে ভাঙড়ের সমস্যার দিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাই নবান্নে দেখা করতে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন – ভাঙড়ের মানুষ বুঝলেন নওশাদ ক্রিমিনাল বললেন আরাবুল,
আরও পড়ুন – অভিষেক-কুন্তল মামলায় ৫০ শতাংশ তদন্তই বাকি! সত্য খুঁজতে কত সময় লাগে? প্রশ্ন…
পাশাপাশি নবান্ন থেকে বেরিয়ে নওশাদ জানান, ভাঙড়ে পঞ্চায়েত ভোট পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তিনি। আগে থেকে মুখ্যমন্ত্রীর অফিসে তাঁর আগমনের কথা ইমেল মারফত জানিয়েওছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন।
(সব খবর, ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )