‘অভিষেকের নাম বলতে চাপ দেয়নি’, কোর্টে যাওয়ার পথে বললেন ‘কালীঘাটের কাকু’

‘অভিষেকের নাম বলতে চাপ দেয়নি’, কোর্টে যাওয়ার পথে বললেন ‘কালীঘাটের কাকু’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘অভিষেকের নাম বলতে চাপ দেয়নি’, কোর্টে যাওয়ার পথে বললেন ‘কালীঘাটের কাকু’। সাহেবের নাম বলার জন্য তাঁকে কোনও চাপ দেওয়া হয়নি। বুধবার এমন দাবিই করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। তিনি জানিয়েছেন, ‘সাহেব’-এর নাম নেওয়ার জন্য তাঁকে কোনও চাপ দেওয়া হয়নি।

 

 

 

বুধবার বিচার ভবনে হাজির করানো হয় ধৃত সুজয়কে। তার আগে সকালে জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। ইডি হেফাজতে থাকাকালীন তাঁর কাছে কী কী বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে, বেরোনোর সময় তা জানতে চাওয়া হয়। জবাবে সুজয় বলেন, ‘‘সবই জানতে চাইল। বললাম। লিখলাম।’’ অভিষেকের বিষয়ে কিছু জানতে চাওয়া হয়েছে কি? সুজয়ের জবাব, ‘‘হ্যাঁ করেছে।’’ তদন্তকারীরা কোনও রকমের ‘জোর’ করেছেন কি না জিজ্ঞেস করায় তিনি বলেন, ‘‘না, না, চাপ দেয়নি।’’

 

 

 

এর আগে কুন্তল দাবি করেছিলেন, অভিষেকের নাম নেওয়ার জন্য তাঁর উপর চাপ দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কুন্তল। সেই অভিযোগ হেস্টিংস থানায় পৌঁছে দেওয়া হয়। কুন্তলের এই দাবির আগে শহিদ মিনারের সভা থেকে অভিষেক জানিয়েছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনাচক্রে, এর পর কুন্তলও একই অভিযোগ করেন। তা নিয়েই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে বলেছিলেন, প্রয়োজনে অভিষেককে প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রায় বহাল রাখেন বিচারপতি অমৃতা সিন্‌হাও।

 

 

 

আরও পড়ুন –  ভোট সামলানোর দায়িত্বে রাজীবকে সাহায্য করবেন আইএএস সঞ্জয়,

 

 

এর আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ পুলিশ এবং কলকাতা হাই কোর্টে লিখিত ভাবে অভিযোগ করেছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নাম বলানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা তাঁর উপর চাপ দিচ্ছেন। এর পর আদালতের অনুমতিতেই সিবিআই জিজ্ঞাসাবাদ করে অভিষেককে। তবে সুজয় জানিয়েছেন, অভিষেক প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁর নাম বলার জন্য কোনও রকমের চাপ দেওয়া হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top