বসিরহাটে বিজেপিকে মনোনয়ন জমা দিতে ‘বাধা’, প্রার্থীদের নিয়ে মহকুমা শাসকের অফিসে সুকান্ত, বিজেপি প্রার্থীদের পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ তুলে প্রার্থীদের সঙ্গে নিয়ে বসিরহাট মহকুমা শাসকের অফিসে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। অভিযোগ, তাঁদের প্রার্থীদের মনোনয়ন জমা দিয়ে দেওয়া হচ্ছে না। শাসকদল তৃণমূল (TMC) বাধা দিচ্ছে। তাই মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে গিয়েছেন সুকান্ত (Sukanta Majumder)। সেখানে বেশ কিছু ক্ষণ ধর্নায় বসেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর এসেছে। বুধবার বসিরহাটেও বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
সুকান্তের (Sukanta Majumder) আরও অভিযোগ, ‘‘বসিরহাটের বিডিও অফিসে আমাদের প্রার্থীরা যেতেই পারেননি। সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন জমা দেওয়া সম্ভব নয়। গণতন্ত্র আজ আক্রান্ত। রাজ্যে ভোটের নামে এই প্রহসন করার প্রয়োজন ছিল না। এমন গণতন্ত্র থাকার চেয়ে না থাকা ভাল।’’
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর এসেছে। দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড় (Bhangar), ক্যানিং। বাঁকুড়ার ইন্দাসে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। সুতি, হরিহরপাড়ার মতো এলাকা থেকে উদ্ধার হয়েছে অনেক তাজা বোমা।
আরও পড়ুন – পঞ্চায়েত ভোটের প্রার্থিতালিকা থেকে বাদ পড়লেন তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষের পুত্র!
এই আবহে বসিরহাটেও বিরোধী প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠল। বুধবার মহকুমা শাসকের অফিসে যাওয়ার পথে সুকান্ত (Sukanta Majumder) বলেন, ‘‘আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। কমিশনকে ইমেল মারফত সমস্যার কথা জানিয়েছি। এখন মহকুমা শাসকের সঙ্গে কথা বলতে যাচ্ছি।’’
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )