মনোনয়নের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে রাজীব সিনহাকে চিঠি অধীরের, মনোনয়ন দাখিলের সময় বাড়ানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে চিঠি দেন। অধীর লেখেন, ‘বাধার মুখে অনেকেই মনোনয়ন দিতে পারেননি। ইতিমধ্যেই মনোনয়ন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের হাতেই ন্যস্ত করেছে হাইকোর্ট। গণতন্ত্রের স্বার্থে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন থেকে বাড়িয়ে ১৬ জুন করার আবেদন জানাচ্ছি। একইসঙ্গে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বেলা ৩টে থেকে বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত করার আবেদন করছি। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বার্থে আমার বিশ্বাস আপনি সদর্থক ভূমিকাই নেবেন।’
এর আগে পঞ্চায়েত ভোটে মনোনয়নের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দু’টি মামলা দায়ের হয়। একটি মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যটি দায়ের করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সেখানে যে সমস্ত আর্জি জানানো হয়েছিল, তার মধ্যে মনোনয়ন দাখিলের সময়সীমা বাড়ানোর আবেদনও ছিল। এই আবেদন খারিজ হয়ে যায় আদালতে।
আদালতের এই রায়দানের পর মনোনয়নের সময়সীমা বাড়ানো হবে কি না তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসা করা হলে রাজীব সিনহা জানিয়েছিলেন, এরকম কোনও সিদ্ধান্ত তাঁরা এখনও নেননি। তবে এই মনোনয়ন পর্ব নিয়ে এর আগে রাজীব সিনহার ইঙ্গিতপূর্ণ মন্তব্যও ছিল। তিনি বলেছিলেন, “মনে হয় সময় বাড়াতে হবে।” আইনে সম্ভব হলে সেই সময় বাড়ানো হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। তবে আজই মনোনয়ন দাখিলের শেষ দিন। এখনও এ সংক্রান্ত কোনও নির্দেশিকা কমিশনের তরফে সামনে আসেনি।
আরও পড়ুন – ‘গোটা রাজ্যে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেব?’ পঞ্চায়েত ভোট নিয়ে হাই…
বুধবার সেই মামলার রায়দান পর্বে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্য নির্বাচন কমিশনের উপর কোনও হস্তক্ষেপ তারা করছে না। কমিশনের বিজ্ঞপ্তি বহাল রাখছে আদালত। ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, নির্বাচন কমিশন যেহেতু স্বতন্ত্র্য একটি সংস্থা, তাই মনোনয়ন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত তারাই নেবে। অর্থাৎ মনোনয়নের সময় বাড়ানো হবে কি না তা কমিশনই ঠিক করবে বলে জানায় আদালত।