৪৮ ঘণ্টার মধ্যে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, নির্দেশ হাইকোর্টের, পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Election 2023) মামলায় বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়ে দিল, রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) দ্রুত স্পর্শকাতর এলাকা নির্দিষ্ট করতে হবে। কেন্দ্রীয় বাহিনী দিতে হবে সব জেলায়। ৪৮ ঘণ্টার মধ্যে যাতে এই নির্দেশ কার্যকর করা হয়, সেই বিষয়টিও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য রাজ্যের ২২টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলেছে হাই কোর্ট। রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তির আবহেই কলকাতা হাই কোর্টের তরফে এল এই নির্দেশ।
আরও পড়ুন – ‘পর্যাপ্ত পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনী কি সব করবে?’, পঞ্চায়েত মামলায় সওয়াল রাজ্যের
রাজ্য নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার রাজ্য আদালতকে জানিয়েছিল, তাঁরা বিভিন্ন পড়শি রাজ্য থেকে পুলিশবাহিনী আনানোর ব্যবস্থা করছে।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)