পঞ্চায়েত মামলায় জোর ধাক্কা রাজ্যের, সুপ্রিম কোর্টে দ্রুত ক্যাভিয়েট দাখিল করতে তৎপর শুভেন্দু,

পঞ্চায়েত মামলায় জোর ধাক্কা রাজ্যের, সুপ্রিম কোর্টে দ্রুত ক্যাভিয়েট দাখিল করতে তৎপর শুভেন্দু,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পঞ্চায়েত মামলায় জোর ধাক্কা রাজ্যের, সুপ্রিম কোর্টে দ্রুত ক্যাভিয়েট দাখিল করতে তৎপর শুভেন্দু, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পঞ্চায়েত মামলায় বড় ধাক্কা খেয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়েই পঞ্চায়েত ভোটের পক্ষে রায় দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। সব জেলায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশ আসার পরই আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাইকোর্টের এই রায়কে এক ঐতিহাসিক রায় বলে মনে করছেন তিনি। তবে সময় নষ্ট না করে আগাম সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রাখতে চাইছেন শুভেন্দু। বললেন, ‘আমার কাজ হল, আজ রাতের মধ্যে বা আগামিকাল সকালের মধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা। যাতে রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একতরফাভাবে না যেতে পারে।’

 

 

 

যদিও বিগত কিছুদিনে তৃণমূল কংগ্রেসের তরফে বার বার বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও তাদের চিন্তার কোনও কারণ নেই। কয়েক দিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে খোঁচা দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ‘একুশের বিধানসভা নির্বাচনেও তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল। কিন্তু তারপরও কংগ্রেস শূন্য পেয়েছিল।’ আজও হাইকোর্টের নির্দেশের পর কুণাল ঘোষ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশে ভীত নয় তৃণমূল।

 

 

আরও পড়ুন – ভাঙড় সহ একাধিক জায়গায় অশান্তির ঘটনা নিয়ে অমিত শাহের সঙ্গে কথা সুকান্তর

 

 

 

ক্যাভিয়েট দাখিল করার অর্থ হল কোনও একটি মামলা নিয়ে যদি অপর কোনও পক্ষ শীর্ষ আদালতে যায়, সেক্ষেত্রে যিনি ক্যাভিয়েট দাখিল করে রাখবেন, তাঁকে ছাড়া সেই মামলায় শুনানি হবে না। অর্থাৎ, একতরফাভাবে কোনও শুনানি হবে না। শুভেন্দু অধিকারীর সন্দেহ, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য নির্বাচন কমিশন। সেক্ষেত্রে যদি এমন কোনও মামলা সুপ্রিম কোর্টে যায়, তাহলে ক্যাভিয়েট দাখিল করা থাকলে শুভেন্দুর পক্ষও শোনা হবে শীর্ষ আদালতে।

RECOMMENDED FOR YOU.....