কাঁথি পুরসভার সারদা ফাইল লোপাট মামলায় গ্রেফতার দুই। সারদার ফাইল লোপাটের অভিযোগ, গ্রেফতার কাঁথি পুরসভার ২ কর্মী, তাঁরা আবার সম্পর্কে দুই ভাই। পাশাপাশি পুরসভার দুই স্থায়ী কর্মী। শনিবার এই দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর অসঙ্গতি দেখা দেয়। তখনই তাদের গ্রেফতার করে পুলিশ। কাঁথি থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হলেন হরিপদ চক্রবর্তী ও ষষ্ঠী চক্রবর্তী। উভয়ের বাড়ি কাঁথি পুরসভা করকুলি এলাকায়।
কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস বলেন, “কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল কুমার মান্নার সারদা নথি গায়েব মামলা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ সূত্রে খবর, রবিবার অভিযুক্তদের কাঁথি মহাকুমা আদালতে তোলা হবে। জানা গিয়েছে এই দুই কর্মীদের মধ্যে হরিপদ চক্রবর্তী কাঁথি পুরসভার সুপারভাইজার ও ষষ্ঠী চক্রবর্তী কাঁথি পুরসভার পিয়ন পদে নিযুক্ত।
আরও পড়ুন – গেরুয়া শিবিরের ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হবে রাজভবনে ,
আরও পড়ুন – ‘BJP-কে পছন্দ করি TMC-কে কেন ভোট দেব?’ পীরজাদা আব্বাস সিদ্দিকির ভিডিয়ো ফাঁস…
সূত্রের খবর, কয়েক মাস আগে সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিলেন, কাঁথি পুরসভা অধীনে ভবন নির্মাণের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছেন। পুরসভা থেকে সেই নথি গায়েব হয়ে যায় মামলা দায়ের হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে কাঁথি থানার পুলিশ। এই মামলায় পুরসভার একাধিক কর্মী সহ প্রাক্তন পুর প্রশাসক সিদ্ধার্থ মাইতিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর শনিবার কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে ১৬০ নোটিসের ভিত্তিতে এই দুই কর্মীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চালান আধিকারিকরা। কথায় মিল না পেয়ে দু’জনকে গ্রেফতার করে।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )