নিজস্ব সংবাদদাতা,মালদা ,১১ই ডিসেম্বর :চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি। প্লাটফর্মে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন যুবক। ঘটনাটি ঘটেছে মালদার কুমেদপুর স্টেশনের কাছে। আহত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত কে কলকাতা নিয়ে যাবার পরামর্শ দিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
আহত যুবকের নাম জগন্নাথ দাস। তিনি মালদার হরিশ্চন্দ্রপুর থানার মঙ্গল পাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে কলকাতার আত্মীয় বাড়ি থেকে মালদায় নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। হরিশ্চন্দ্রপুর স্টেশনে তার নামার কথা। কিন্তু সেখানে নামতে না পারায় হরিশ্চন্দ্রপুর এর পরের স্টেশন কুমেদপুর এ চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন ওই যুবক। তখনই ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটে দুর্ঘটনা। দুটি পায়ে গুরুতর আঘাত লাগে তাঁর। অচৈতন্য অবস্থায় রেল পুলিশ ওই যুবককে উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করে। পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিক্যাল এর চিকিৎসকরা যুবককে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।