কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে মেঘলা আকাশ, সপ্তাহান্তে বাড়বে বর্ষণ , দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বর্ষা ঢুকে গিয়েছে (Rain in West Bengal)। কলকাতা ও শহরতলির বেশ কিছু জায়গায় আজ সকালেও এক পশলা বৃষ্টি হয়েছে। হাঁসফাঁস যে গরম ছিল, সেই অস্বস্তি থেকে কিছুটা রেহাই মিলেছে শহরবাসীর। গরমের দাপট অনেকটাই কমেছে। আগামী কয়েকদিনও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে আবহাওয়া একইরকম থাকবে। আকাশ মোটের উপর আংশিক মেঘলাই থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে রবিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
এদিকে লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে একেবারে উত্তরের দিকের জেলাগুলির বিপর্যস্ত অবস্থা। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে জলপাইগুড়ি ও দুই পাহাড়ি জেলা কালিম্পং ও দার্জিলিঙেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের পাঁচ জেলাই আগামী কয়েকদিনও একইভাবে বৃষ্টিতে ভিজবে বলে জানিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় নাগাড়ে বৃষ্টির জেরে ভূমিধস নেমেছে। জায়গায় জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। উত্তরের বেশ কিছু নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনও উত্তরের পাঁচ জেলায় কোথাও ভারী কোথাও আবার অতি ভারী বৃষ্টি হবে।
আরও পড়ুন – রথযাত্রার অনুমতি দিয়ে পুলিশি কড়াকড়ির সমালোচনায় হাই কোর্ট
দক্ষিণের জেলাগুলির প্রায় বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করলেও পশ্চিমের কিছু কিছু জায়গায় বর্ষা এখনও ঢোকেনি। যেমন পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় বর্ষা ঢোকা এখনও বাকি। সেই সব জায়গাতেও আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও থাকছে। তবে রবিবার-সোমবার থেকে ঝড়-বৃষ্টির দাপট আরও কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।