দুর্গাপুজোয় কোথায় ঘুরতে যাওয়ার হিড়িক সবথেকে বেশি, টিকিট বুকিংয়ের ট্রেন্ড অনুমান করে জানিয়ে দিল পূর্ব রেল , দুর্গাপুজো (Durga Puja) মানেই একটা লম্বা ছুটি। স্কুল-কলেজ, অফিস-কাছারি সব জায়গাতেই ছুটি পুজোর ক’টা দিনে। তাই অনেকেই ছুটি কাটাতে চলে যান নিজেদের পছন্দমতো জায়গায়। কারও পছন্দ সমুদ্র, কারও পাহাড়, কারও জঙ্গল। কেউ পছন্দ করেন কোলাহল, হই-হট্টগোলের মতো জাঁকজমক কোনও পর্যটনকেন্দ্র। আবার কেউ পছন্দ করেন শান্ত, নিরিবিলি কোনও জায়গা। জানেন কি এবারের পুজোয় কোথায় ঘুরতে যাওয়ার হিড়িক (Durga Puja Tour Plan) সবথেকে বেশি? ট্রেনের টিকিট বুকিংয়ের ট্রেন্ড ধরে কিছুটা অনুমানের কথা জানাচ্ছে পূর্ব রেল (Eastern Railways)।
উত্তরবঙ্গে ছুটি কাটাতে যেতে কোন কোন ট্রেন বেশি পছন্দ করছেন যাত্রীরা? নিঃসন্দেহে নতুন সেমি-হাই স্পিড হাওড়া-নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে পর্যটকদের পছন্দের তালিকায়। খুব অল্প সময়ের মধ্যেই নিউজলপাইগুড়ি পৌঁছে যাওয়া যায় এই ট্রেনে। পর্যটকদের সময়ও অনেকটা বাঁচে। এছাড়া দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিরও টিকিটের চাহিদা তুঙ্গে বলে জানাচ্ছে রেল।
আর রাজ্যের বাইরে পর্যটনকেন্দ্রগুলি দেখতে গেলে দিল্লি-শিমলা-কাশ্মীর রুটের টিকিটের চাহিদাও যথেষ্ট। রাজধানী এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, কালকা মেলের মতো ট্রেনগুলিতে পুজোর ছুটির টিকিট বুকিংয়ের ট্রেন্ডও বেশ চোখে পড়ার মতো।
পর্যটকদের ট্রেনের টিকিট বুকিংয়ের এই হিড়িক দেখে রেলের তরফেও সংরক্ষিত টিকিট বুকিং কাউন্টারগুলি অতিরিক্ত সময় খোলা রাখা হচ্ছে। শিয়ালদহ ডিভিশনের বেশ কিছু স্টেশনে রবিবারও সকালের শিফটে কাউন্টার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার হাওড়া ডিভিশনেও একইভাবে রবিবার সকালের শিফটে সংরক্ষিত টিকিটের বুকিং কাউন্টার খোলা রাখা হচ্ছে।
আরও পড়ুন – ‘ডুবে মরে যাওয়া উচিত’! ‘আদিপুরুষ’ দেখে বললেন ‘রামায়ণ’-এর লক্ষ্মণ!
এ বছরে দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে ২০ অক্টোবর। পুজোর ছুটির জন্য ট্রেনের টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রেলের তরফে টিকিট বুকিংয়ের যে ট্রেন্ড দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্রের দিকে যাওয়ার ধুম অনেকটা বেশি। প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে বাঙালির কাছে অন্যতম সেরা পছন্দ উত্তরবঙ্গ। একদিকে যেমন শৈলরাণি দার্জিলিং, অন্যদিকে ডুয়ার্সের জঙ্গল। পাহাড়ি ঝরনার ধারে নিরিবিলিতে সময় কাটানো। কী নেই উত্তরবঙ্গে! আবার দার্জিলিং হয়ে পড়শি রাজ্য সিকিমও ঘুরে আসতে পারেন।