প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ‘প্রেম ফতোয়া’-র বিরুদ্ধে এবার পালটা কোড অফ কনডাক্ট জারি করল ছাত্র ছাত্রীরা, একগুচ্ছ নিয়মাবলী , বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘প্রেম করা যাবে না’! জারি কড়া ফতোয়া। কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছে পড়ুয়ারা। যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে।এবার পালটা কর্তৃপক্ষের জন্য একগুচ্ছ নির্দেশাবলী জারি করল প্রেসিডেন্সির পড়ুয়ারা।
উল্লেখ্য, ছাত্র ছাত্রীদের চাঞ্চল্যকর অভিযোগ ছিল,প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রেম করলেই চলছে ধরপাকড়।এমনকী প্রেমিক-প্রেমিকার অভিভাবকদেরও বিশ্ববিদ্যালয়ে ডেকে পাঠানো হচ্ছে।ক্যাম্পাসে প্রেম করতে বাধা দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের তরফে।এমনকী জোর করে কাউন্সেলিং করানোর অভিযোগও উঠেছে।
যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।তাঁদের দাবি ক্যাম্পাসে ‘নীতি পুলিশি’-র যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হচ্ছে তা মোটেও সত্যি নয়।কিন্তু ক্যাম্পাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা একান্তই ব্যক্তিগত।সেই কারণে পড়ুয়াদের সতর্ক করতে বিষয়টি তাঁদের অভিভাবকদের ডেকে জানানো হয়েছে। বেশ কয়েকদিন ধরে কিছু পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে প্রকাশ্যে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে।যা নিয়ে আপত্তি তুলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন – বিয়ের রেজিস্ট্রি নিয়ে নয়া নিয়ম চালু, ঝক্কি কমতে চলেছে যুগলদের? ঠিক কী…
পড়ুয়াদের জারি করা নির্দেশাবলী
১) পড়ুয়াদের সঙ্গে আলোচনা না করে এই ক্যাম্পাসে কোনওধরণের নির্দেশিকা জারি করা কিংবা পড়ুয়াদের উপর তা চাপিয়ে দেওয়া চলবে না।
২) এমন কোনও কমিটি গঠন করা যাবে না যা ক্যাম্পাসের মধ্যে একজন পড়ুয়ার গণতান্ত্রিক পরিসর নষ্ট করবে।কোনওভাবেই পড়ুয়াদের মিটিং মিছিল আয়োজন করার অধিকার কেড়ে নেওয়া যাবে না।
৩) কোন বিষয়টি অনুচিত, কোনটি বিঘ্ন ঘটাচ্ছে কিংবা আনুষ্ঠানিক নয়,তা নিয়ে কোনও মানদণ্ড থাকা উচিত নয়।
৪) যৌন হেনস্থায় অভিযুক্তদের কর্তৃপক্ষের তরফে আড়াল করা যাবে না।
৫) রাজনৈতিক অপরাধীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া যাবে না।উদাহরণ স্বরূপ মদন মিত্রের নাম উল্লেখ করা হয়েছে।
৬) কোনওভাবেই ক্যাম্পাসের ভিতর গণতান্ত্রিক পরিসর ক্ষুন্ন করে কোনও ব্যক্তির অনুমতি ছাড়া ভিডিয়ো কিংবা অডিয়ো রেকর্ড করা যাবে না।এমনটা হলে তা কোড অফ কনডাক্টের চূড়ান্ত বিরোধিতা হিসেবে ধরা হবে।
৭) ছাত্র ছাত্রীদের শৃঙ্খলাপরায়ণ করার নাম করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া চলবে না।
৮) প্রকাশ্যে ধূমপান,চুমু খাওয়া কিংবা ক্যাম্পাসে ঘুরে বেড়ানোর অধিকার দিতে হবে।কারণ এই বিষয়গুলি আইনের চোখে অপরাধ নয়।