ডোমকলে ফিরহাদ হাকিমের সভার আগেই তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ,আহত গৃহকর্ত্রী,

ডোমকলে ফিরহাদ হাকিমের সভার আগেই তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ,আহত গৃহকর্ত্রী,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ডোমকলে ফিরহাদ হাকিমের সভার আগেই তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত গৃহকর্ত্রী , পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্যে পরপর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবারই কাঁথির বসন্তিয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে হাতেনাতে ধরে পড়েছেন দুই ব্যক্তি। গ্রামবাসীরাই তাঁদের হাতেনাতে ধরে ফেলেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। বেলা তিনটে নাগাদ ডোমকলে ফিরহাদ হাকিমের সভা রয়েছে। তার আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আহত হন এক মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহতের নাম পলি বিবি (২৭)। সোমবার ঘটনাটি ঘটেছে ডোমকল পুরসভার ৭ নং ওয়ার্ডের মানিকনগরের চোয়াপাড়া এলাকায়।

 

 

 

 

 

পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্যে পরপর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবারই কাঁথির বসন্তিয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে হাতেনাতে ধরে পড়েছেন দুই ব্যক্তি। গ্রামবাসীরাই তাঁদের হাতেনাতে ধরে ফেলেছেন। আর তারপর তাঁদের যা স্বীকারোক্তি, তা রীতিমতো শিউরে ওঠার মতো। ওই দুই ব্যক্তির মধ্যে একজন বলেন, ” বোমা বাঁধতে এসেছি। তাহের আর রেজ্জাক বলেছে বোমা বাঁধতে হবে। বলেছিল দু’হাজার টাকা দেবে। আর দিয়েছে ২০০ টাকা ও দুটো বিস্কুটের প্যাকেট।” এই বয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই শিউরে ওঠেছে বাংলা।

 

 

 

 

জানা গিয়েছে, সোমবার দুপুরে মজিবর আনসারির বাড়িতে হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মজিবরের স্ত্রী পলি বিবি গুরুতর আহত হয়েছেন। আহত মহিলা-সহ পরিবারের সমস্ত সদস্য বেপাত্তা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই ব্যক্তির বাড়িতে বোমা মজুত ছিল। সেই বোমা ফেঁটে বিস্ফারণ ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 

স্থানীয় এক বাসিন্দা জানান, মজিবর তৃণমূলের কর্মী। তিনি বোমা বাঁধার কাজ করেন বলে তাঁর অভিযোগ। বিগত দিনেও বোম নিয়ে কারবার করেছে বলে অভিযোগ। আজ হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে।

 

আরও পড়ুন –  ভাঙড়ে আইএসএফের ৮২ জন প্রার্থীর নাম ‘মুছে গেল’ কী করে? প্রশ্ন হাই…

 

 

 

এক প্রতিবেশী আলম গির ইসলাম বলেন, “ওর বাড়িতে মাইক সেট আছে। ওটারই ব্যবসা। তবে এ নিয়ে তো লুকোচুরির কোনও ব্যাপার নেই। ও বোমার কারবার করে। আমরা আগে থেকেই জানতাম। আজ বোধহয় বোমা হাত থেকে পড়ে ফেটেছে।” এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top