‘বড় বড় কথা বলে গিয়েছেন’,মমতার আক্রমণের পাল্টা দিলেন নিশীথ,কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।সরাসরি নাম না করলেও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, তাঁর আক্রমণের অভিমুখ কোন দিকে।সীমান্তবর্তী এলাকায় মানুষের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর অভিযোগ তুলেছেন মমতা।আর সেসব নিয়ে যে কেন্দ্রীয় মন্ত্রীর কোনও হেলদোল নেই, তাও বুঝিয়ে দিতে ছাড়েননি।এবার সেই সব আক্রমণের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।
তৃণমূলের আজকের জনসভায় ভিড় অনেক কম ছিল বলেই মনে করছেন নিশীথ।তাঁর বক্তব্য, জনসভার ছবি দেখে তাঁর মনে হয়েছে কোচবিহার হয়ত পুরুষশূন্য হয়ে গিয়েছে।মহিলা ও শিশুদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সভায় নিয়ে আসা হয়েছে বলেও দাবি তাঁর।মমতার আজকের সফরের ব্যাখ্যা নিশীথের কাছে ‘জিরো টু দ্য পাওয়ার ইনফিনিটি’।
এদিনের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন,যেভাবে নিশীথকে আক্রমণ করেছেন, সেই ভাষার ব্যবহার নিয়েও আপত্তি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর।তৃণমূল সুপ্রিমোকে দেশের সংবিধানের প্রস্তাবনাও স্মরণ করিয়ে দেন তিনি। বললেন,‘উত্তরবঙ্গের মানুষের জনসমর্থন হারিয়ে তাঁদের মুখে বাজে কথা ছাড়া আর কোনও ভাষা নেই।’
সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে আজ মুখ্যমন্ত্রী যে অভিযোগ তুলেছেন,তা নিয়ে ইতিমধ্যেই কড়া বিবৃতি দিয়েছে বিএসএফ। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেরও মমতার কাছে পাল্টা প্রশ্ন,‘যখনই কোনও গরু পাচারকারী মারা যায়,তখনই কেন তৃণমূল রে রে করে ওঠে?’সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অবিরাম কাজ করেছেন,সেই কথাও স্মরণ করিয়ে দেন নিশীথ।
আরও পড়ুন – দুষ্টুমি করলে চড় মারার নিদান!কোচবিহারের জনসভা থেকে নিদান মমতার
এদিন বিকেলে জেলার অবস্থার কথা উল্লেখ করে মমতা খোঁচা দিয়ে বলেছেন,তাঁর আফ্রিকায় ঘুরে বেড়ানোর কথা। আজ সন্ধেতেই জেলায় ফিরেছেন নিশীথ।ফিরেই সাংবাদিক বৈঠক ডেকে পাল্টা বিঁধলেন মমতাকে। জানিয়ে দিলেন,তিনি ঘুরতে যাননি। ব্রিকসের সম্মেলনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেই তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন।শুধু তাই নয়,এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার ভিড় নিয়েও কটাক্ষ করেন নিশীথ। তৃণমূল নেত্রীর রাজনৈতিক কেরিয়ারে এখনও পর্যন্ত এটিই ‘সবথেকে কম সংখ্যার’জনসভা বলে খোঁচা দেন বিজেপি সাংসদ। নিশীথের কথায়, যাঁরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে বড় বড় কথা বলার জন্য আসেন,তাঁদের উত্তরবঙ্গের মানুষ সমর্থন করেন না।’