Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
কত বাহিনী মোতায়েন করা হল, রইল সেই তালিকা।

ভোটের ১২ দিন আগে কোন জেলায়, কত কোম্পানির কেদ্রীয় বাহিনী এল, দেখে নিন,

ভোটের ১২ দিন আগে কোন জেলায়, কত কোম্পানির কেদ্রীয় বাহিনী এল, দেখে নিন,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভোটের ১২ দিন আগে কোন জেলায়, কত কোম্পানির কেদ্রীয় বাহিনী এল, দেখে নিন, বাকি বাহিনী কবে আসবে, তা নিয়ে চিঠি পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। সূত্রের খবর, প্রথম চিঠির উত্তর না মেলায় দ্বিতীয়বার চিঠি পাঠানো হয়েছে আবেদন জানিয়ে। প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। পরে হাইকোর্ট নির্দেশ দেওয়ায় আরও ৮০০ কোম্পানি বাহিনী চাওয়া হয় কেন্দ্রের কাছে। ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হলেও, বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ৩১৫ কোম্পানি বাহিনী ইতিমধ্যেই জেলায় ভাগ করে মোতায়েন করা হয়েছে। ৮ জুলাই এক দফায় হবে ভোট। তার ১২ দিন আগে কোথায়, কত বাহিনী মোতায়েন করা হল, রইল সেই তালিকা।

 

 

 

 

বাকি বাহিনী কবে আসবে, তা নিয়ে চিঠি পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। সূত্রের খবর, প্রথম চিঠির উত্তর না মেলায় দ্বিতীয়বার চিঠি পাঠানো হয়েছে আবেদন জানিয়ে। কেন্দ্র যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে, তার মধ্যে ৫০ কোম্পানি এসেছে সিআরপিএফ-এর, বিএসএফ-এর ৬০ কোম্পানি, সিআইএসএফ-এর ২৫ কোম্পানি, আইটিবিপি-র ২০ কোম্পানি, এসএসবি-র ২৫ কোম্পানি ও আরপিএফ-এর ২০ কোম্পানি। এছাড়াও একাধিক ভিনরাজ্যের পুলিশ রয়েছে সেই তালিকায়।

 

 

 

আরও পড়ুন –   ঠাসা কর্মসূচি নিয়ে মঙ্গলে মধ্য প্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,

 

 

 

আলিপুরদুয়ারে মোতায়েন ৬ কোম্পানি

বাঁকুড়ায় মোতায়েন ২৪ কোম্পানি

বীরভূমে মোতায়েন ১৯ কোম্পানি

কোচবিহারে মোতায়েন ১৪ কোম্পানি

দক্ষিণ দিনাজপুরে মোতায়েন ৬ কোম্পানি

দার্জিলিংয়ে মোতায়েন ৫ কোম্পানি

হুগলিতে মোতায়েন ১২ কোম্পানি

হাওড়ায় মোতায়েন ১০ কোম্পানি

জলপাইগুড়িতে মোতায়েন ১০ কোম্পানি

ঝাড়গ্রামে মোতায়েন ১০ কোম্পানি

কালিম্পংয়ে মোতায়েন ৪ কোম্পানি

মালদহে মোতায়েন ১৭ কোম্পানি

মুর্শিদাবাদে মোতায়েন ২৬ কোম্পানি

নদিয়ায় মোতায়েন ১৮ কোম্পানি

উত্তর ২৪ পরগনায় মোতায়েন ২২ কোম্পানি

পশ্চিম বর্ধমানে মোতায়েন ৮ কোম্পানি

পশ্চিম মেদিনীপুরে মোতায়েন ১৯ কোম্পানি

পূর্ব বর্ধমানে মোতায়েন ২০ কোম্পানি

পূর্ব মেদিনীপুরে মোতায়েন ১৮ কোম্পানি

পুরুলিয়ায় মোতায়েন ২০ কোম্পানি

দক্ষিণ ২৪ পরগনায় মোতায়েন ১৮ কোম্পানি

উত্তর দিনাজপুরে মোতায়েন ৯ কোম্পানি

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top