ফের বাড়বে গরম,অস্বস্তি ,কবে থেকে, জানিয়ে দিল হাওয়া অফিস , রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবার সকাল থেকে অংশত মেঘলা আকাশ। গত কয়েকদিনের বিশ্রি গরম (Weather Update) কাটিয়ে আপাতত স্বস্তি কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে এই স্বস্তি খুব বেশিদিনের নয় বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। মাঝে আর একটা দিন। বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে গরম, অস্বস্তি। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।
মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ থেকে ৯৭ শতাংশ। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রয়েছে পোরবন্দর আহমেদাবাদ উদয়পুর নারনাউল ও ফিরোজপুরের উপর। আগামী দু’দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, রাজস্থানের আরও কিছু অংশ, হরিয়ানা, পঞ্জাবের বাকি অংশে ঢুকে পড়বে। অন্যদিকে এই মুহূর্তে ছত্তীসগঢ়ে একটি নিম্নচাপ অবস্থান করছে। ক্রমশ তা মধ্য প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে।
হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা নামবে। যার জেরে প্রায় সর্বত্রই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ ও বিদর্ভ এলাকায়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওড়িশা, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ, কোঙ্কন, গোয়া, কেরল এবং রাজস্থানে। শুক্রবারের পর বৃষ্টি বাড়তে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন – ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন কবে, কোথায় বন্ধ থাকবে?
ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচজেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ইতিমধ্যেই তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরের নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। ভারী বৃষ্টি হলে বিপদ আরও বাড়বে। বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে হালকা মাঝারি বর্ষার বৃষ্টি হওয়ার কথা। উপকূল সংলগ্ন জেলাগুলিতে দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।