‘রেহাই পাবে না’, সলমন খানকে প্রকাশ্যে হুমকি গোল্ডি ব্রারের

‘রেহাই পাবে না’, সলমন খানকে প্রকাশ্যে হুমকি গোল্ডি ব্রারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘রেহাই পাবে না’, সলমন খানকে প্রকাশ্যে হুমকি গোল্ডি ব্রারের ।  পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুন করা হয়েছে। এবার পালা বলিউড অভিনেতা সলমন খানের। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ফেরার গ্যাংস্টার গোল্ডি ব্রার। বলিউড স্টারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনাকে ঘিরে পড়ে গেছে শোরগোল। গত মার্চ মাসে সলমন খানকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সলমন ঘনিষ্ঠ একজনকে মেলের মাধ্যমে ওই প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই হুমকি নিয়ে সেই সময় মুখে কুলুপ এঁটেছিল গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং তার ঘনিষ্ঠরা।

 

 

 

 

 

বর্তমানে সে ফেরার। সে কানাডায় গা ঢাকা দিয়ে থাকতে পারে মনে করা হয়েছে। গত মে মাসে কানাডার শীর্ষ ২৫ মোস্ট ওয়ান্টেডের তালিকায় নাম ছিল গোল্ডি ব্রারের। প্রসঙ্গত, ২০২২ সালে ২৯ মে পঞ্জাবে মনসা জেলায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছিলে গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা। ২৯ বছরের গায়কের খুনের ঘটনায় গোল্ডি ব্রার যুক্ত বলে জানায় পঞ্জাব পুলিশ। তারপর দেশে থেকে চম্পট দেয় সে। কানাডায় গিয়ে আশ্রয় নিয়েছে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। শুধু মুসেওয়ালা নন, ভারতের একাধিক খুনের ঘটনায় গোল্ডি ব্রারের হাত রয়েছে বলে অভিযোগ।

 

 

 

 

প্রসঙ্গত, ২০২২ সালের জুন মাসে সলমন খানও ও তাঁর বাবা সেলিম খানকে প্রাণনাশের হুমকির একটি চিঠি প্রকাশ্যে আসে। সেই সময় ওই চিঠির ব্যাপারে লরেন্স বিষ্ণোইকে সন্দেহ করা হয়। যদিও উড়ো ওই চিঠির কথা অস্বীকার করেছিল জেলবন্দি মাফিয়া লরেন্স বিষ্ণোই।সগ্যাংস্টার গোল্ডি ব্রার আসলে জেলবন্দি মাফিয়া লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী বলে পরিচিত। গত বছর ডিসেম্বর মাসে আমেরিকায় গোল্ডি ব্রারকে গ্রেফতার করা হয়েছিল বলে খবর রটে। যদিও ওই গ্রেফতারের ঘটনা ভুয়ো বলে পরে জানা যায়।

 

 

 

এবার প্রকাশ্যে বলিউড অভিনেতাকে খুনের হুমকি দেওয়া হল। যদিও সলমনকে হুমকির পিছনে গোল্ডি ব্রার এবং জেলবন্দি লরেন্স বিষ্ণোই হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছিল মুম্বই পুলিশ। কারণ, দীর্ঘদিন ধরে ভাইজান কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় ছিলেন। দায়ের করা হয়েছিল একটি মামলাও।

 

 

 

আরও পড়ুন –  হেলে পড়ছে চারধাম যাত্রার মন্দির। অশুভ ইঙ্গিত দেখছেন পুণ্যার্থীরা।

 

 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গোল্ডি জানিয়েছে, তাদের তালিকায় সলমন খানকে খুনের পরিকল্পনা রয়েছে। জেলবন্দি মাফিয়া লরেন্স বিষ্ণোইয়ের কথা তুলে ধরে সে। সলমনকে ক্ষমা না করার জন্য লরেন্সই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ফেরার ওই গ্যাংস্টার। শুধু সলমন খান নন, তাদের শত্রুর তালিকায় যাদের যাদের নাম রয়েছে, তাদের সবাইকে খুন করা হবে বলে হুমকি দিয়েছে গোল্ডি। আর কে কে ওই তালিকায় রয়েছে, তা কিন্তু স্পষ্ট করেনি সে। লক্ষ্যপূরণের পরেই সবাই জানতে পারবে বলে জানিয়েছে গ্যাংস্টার গোল্ডি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top