নিজস্ব সংবাদদাতা,মালদা, ১৩ই ডিসেম্বর :উত্তর দিনাজপুর এবং কোচবিহার থেকে অপহৃত ৬ কিশোরও যুবককে উদ্ধার করল ইংলিশবাজার থানার পুলিশ। গ্রেফতার ৪ অপহরণকারী ও। ফোনের সূত্র ধরেই অপহরণকারীদের হদিস পায় পুলিশ। চার অপহরণকারীকে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছে ইংলিশ বাজার পুলিশ।
অপহৃত এক যুবকের দাবি মালদার এক যুবকের সাথে পরিচয় হয় তাদের। সেই যুবক কাজ দেওয়ার নাম করে তাদের মালদায় ডেকে পাঠায়। এরপর মালদায় পৌঁছলে জেলার বিভিন্ন প্রান্তে ঘোরানো হয় তাদের, এরপর ওই কিশোর ও যুবকদের বাড়িতে ফোন করে বলা হয় তাদের ছেলেদের অপহরণ করা হয়েছে। ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি ও করা হয়। রবিবার থেকে নিখোঁজ ছিল তারা। রায়গঞ্জ থানায় অপহরণের অভিযোগ দায়ের করে নিখোঁজ যুবক ও কিশোরের পরিবারের সদস্যরা। এরপরই যোগাযোগ করা হয় ইংলিশবাজার থানার সাথে। মুক্তিপণ দেওয়ার সময় এক অপহরণকারীকে হাতেনাতে ধরে ফেলে ইংলিশবাজার থানার পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে ইংলিশ বাজারের মুদি পুর থেকে উদ্ধার করা হয় ৬ অপহৃতকে গ্রেপ্তার হয় আরো তিনজন। ধৃত চার জনেরই বাড়ি ইংলিশবাজার থানার যদুপুর এলাকায়। উদ্ধার হওয়া ৬ জনের মধ্যে চারজনের বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং দুজন কোচবিহারের দিনহাটার বাসিন্দা।
কোচবিহার থেকে অপহৃত ৬ কিশোরকে উদ্ধার করল ইংলিশবাজার থানার পুলিশ
কোচবিহার থেকে অপহৃত ৬ কিশোরকে উদ্ধার করল ইংলিশবাজার থানার পুলিশ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram