নম্বর প্লেটে ভুল হলেই ফাইন করবে ট্র্যাফিক পুলিশ? নম্বর প্লেটে যদি কোনও জাতি, ধর্ম বা কোনও পোস্ট লেখা থাকে তাহলে ফাইন হবে। নম্বর প্লেটে ছোট বড় অক্ষরে বা মোটর ভেহিকলের নির্ধারিত নিয়মের বাইরে নম্বর লিখলে জরিমানা হবে। ফ্যান্সি নম্বর প্লেটও আইন বহির্ভূত হিসাবে বিবেচিত হয়। নম্বরেরে নির্ধারিত রঙেই লিখতে হবে নম্বর প্লেট। কোনও নাম বা প্রতীক কিংবা চিহ্ন থাকলেও একই অপরাধ।
আরও পড়ুন – দক্ষিণেশ্বরে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, অরিত্রকে মারধর করার অভিযোগ, তবে…
জানেন কি আপনার গাড়ির নম্বর প্লেটে কোন ভুলে ট্র্যাফিক পুলিশের কোপে পড়বেন? আর সেই জরিমানার পরিমাণ ৫,০০০ থেকে ১০,০০০ পর্যন্ত হতে পারে। সাধারণত ব্যক্তিগত গাড়ির নম্বর প্লেট সাদা রঙের হয়। বাণিজ্যিক গাড়ির নম্বর প্লেট হলুদ। গ্রিন কার বা ইলেকট্রিক গাড়ির নম্বর প্লেট সবুজ রঙের হয়। বিদেশি কূটনীতিকদের গাড়ির নম্বর প্লেট নীল রঙের। প্রতিরক্ষা দফতরের সঙ্গে যুক্ত আধিকারিকদের গাড়ির নম্বর প্লেটে আপ অ্যারো দেওয়া থাকে। কিন্তু জানেন কী কী করলে ফাইন করবে ট্র্যাফিক পুলিশ? নম্বর প্লেটে যদি কোনও জাতি, ধর্ম বা কোনও পোস্ট লেখা থাকে তাহলে ফাইন হবে। নম্বর প্লেটে ছোট বড় অক্ষরে বা মোটর ভেহিকলের নির্ধারিত নিয়মের বাইরে নম্বর লিখলে জরিমানা হবে। ফ্যান্সি নম্বর প্লেটও আইন বহির্ভূত হিসাবে বিবেচিত হয়। নম্বরেরে নির্ধারিত রঙেই লিখতে হবে নম্বর প্লেট। কোনও নাম বা প্রতীক কিংবা চিহ্ন থাকলেও একই অপরাধ। প্রথমবার জরিমানা ৫০০০ টাকা। একই অপরাধের পুনরাবৃত্তিতে জরিমানা হবে ১০,০০০। তাই এই ধরনের কোনও কিছু আপনার গাড়ির নম্বর প্লেটে থাকলে আজই তা পরিবর্তন করুন।
আরও পড়ুন – ফের চর্চায় দিল্লি মেট্রো , দিল্লি মেট্রোর অন্দরে সেই মারপিটের দৃশ্য, দেখুন
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)