প্রথম কলকাতা পুলিশ এলাকায় পঞ্চায়েত ভোট, ভোটের আগে এলাকা ঘুরে দেখলেন বিনীত গোয়েল। কার্যত এ বারই প্রথম কলকাতা পুলিশ (Kolkata Police) এলাকায় পঞ্চায়েত ভোট হচ্ছে। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বামনঘাটা, বেওতা ১ এবং ২ ও তারদহ— এই চারটি গ্রাম পঞ্চায়েতের ৩৯টি ভোট গ্রহণ কেন্দ্রের ৬৯টি বুথে ভোট হওয়ার কথা। তার আগে সেখানকার পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় যান কলকাতার নগরপাল বিনীত গোয়েল (Vineet Goyal) সেখানে কোথায় কোথায় ভোট রয়েছে এবং তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, আধিকারিকদের কাছে সে সব তথ্য জানতে চান তিনি। এলাকায় পুলিশি টহলদারি নিয়েও খোঁজখবর নেন। নগরপাল জানান, কলকাতা পুলিশ শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে প্রস্তুত। বস্তুত, কলকাতা পুলিশ এলাকার ওই চারটি গ্রাম পঞ্চায়েত ভাঙড় এবং ক্যানিং (পূর্ব) বিধানসভা কেন্দ্রের অধীনে।
পুলিশের একাংশ জানিয়েছে, এর আগে ২০১৮ সালে প্রথম কলকাতা পুলিশ এলাকায় পঞ্চায়েত ভোট হওয়ার কথা থাকলেও সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদলের প্রার্থীরা জিতে যাওয়ায় ভোট হয়নি। এ বার ভোটের জন্য বাহিনী প্রস্তুত বলে দাবি পুলিশকর্তাদের। এ দিন সিঁথি, কাশীপুর, টালা ও উল্টোডাঙা থানা ঘুরে তার পরে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় যান নগরপাল।
আরও পড়ুন – ‘অভিষেকের ধমক খেয়েছিলেন’, ৩১ জন কুড়মি প্রার্থী নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ
পরে নগরপাল জানান, কলকাতা পুলিশ শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে প্রস্তুত। বস্তুত, কলকাতা পুলিশ এলাকার ওই চারটি গ্রাম পঞ্চায়েত ভাঙড় এবং ক্যানিং (পূর্ব) বিধানসভা কেন্দ্রের অধীনে। সম্প্রতি মনোনয়ন জমা দেওয়া নিয়ে ভাঙড় ও কাশীপুর থানা এলাকা উত্তপ্ত হয়ে উঠলেও সেই আঁচ যাতে কলকাতা পুলিশের ওই এলাকায় না আসে, তার জন্য বিরাট বাহিনী মোতায়েন করেছিল লালবাজার।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)