৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ উৎসশ্রী পোর্টাল, নয়া নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে?জেনে নিন বিস্তারিত

৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ উৎসশ্রী পোর্টাল, নয়া নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে?জেনে নিন বিস্তারিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ উৎসশ্রী পোর্টাল, নয়া নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে?জেনে নিন বিস্তারিত,রাজ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষকদের বদলি যাতে স্বচ্ছভাবে হয় সেই কারণে তৈরি করা হয়েছিল উৎসশ্রী পোর্টাল।কোনও শিক্ষক যদি নিজের জেলার স্কুল বা বাড়ির কাছের স্কুলে আবেদন করতে চান সেক্ষেত্রে তাঁরা এই পোর্টালটির মাধ্যমে আবেদন জানাতে পারতেন।৩০ জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার কথা জানানো হয়েছিল।কিন্তু,এবার সেই মেয়াদ বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর।

 

 

 

 

 

শুক্রবার অর্থাৎ ৩০ জুন রাজ্য শিক্ষা দফতরের তরফে নতুন করে একটি নির্দেশিকা দেওয়া হয়।যেখানে বলা হয়,’ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন’ স্কুল শিক্ষা দফতরকে উৎসশ্রী পোর্টাল মারফত শিক্ষক বদলি বন্ধ রাখার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৩ বাড়ানোর অনুরোধ করেছিল।আর সেই আবেদন মেনে নেওয়া হয়েছে।

 

 

 

 

অর্থাৎ চলতি বছর উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি বন্ধ থাকবে। সূত্রের খবররাজ্য সরকার আপাতত শিক্ষক নিয়োগের বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে।আর সেই কারণে সমস্ত জেলায় কত শূন্যপদ রয়েছে তা নির্দিষ্ট করে জানা প্রয়োজন।যদি এই সময়ের মধ্যে পোর্টালটি চালু থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট তথ্য সামনে আনা সম্ভব নয়।তাই আপাতত এই বছর উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে এই সিদ্ধান্তের সমালোচনায় সরব কিছু সরকারি শিক্ষক।শুধু তাই নয়,অবিলম্বে যাতে এই পোর্টাল পুনরায় চালু করা হয় সেই বিষয়েও দাবি জানিয়েছেন তাঁরা।

 

 

 

 

এই প্রসঙ্গে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস্(এ এস্ এফ্ এইচ এম)-এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন,”অনলাইন ট্রান্সফার এবং ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড বন্ধ থাকা সত্ত্বেও ভিতরে ভিতরে অনেকেরই ট্রান্সফার করা হয়েছে এবং হচ্ছে যা বন্ধ হওয়া অত্যন্ত প্রয়োজনীয়।”কিছু শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আবেদন,বিশেষ বিশেষ জরুরি ক্ষেত্রে যাতে বদলির আবেদন গ্রাহ্য করা হয় সেই দিকটি সরকারের বিবেচনা করে দেখা উচিত।এই মর্মে ডেপুটেশন দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে কিছু সংগঠন সূত্রের খবর এমনটাই।

 

 

 

আরও পড়ুন –  জুলাইয়ে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক, জেনে নিন বিস্তারিত

 

 

উল্লেখ্য,উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য তৎপর সরকার।এই পরিস্থিতিতে গত বছর ২৯ ডিসেম্বর রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় যেখানে বলা হয়,৩০ জুন পর্যন্ত উৎশ্রী পোর্টাল বন্ধ থাকবে।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top