মহাদেবকে তুষ্ট করতে শুধুমাত্র সোমবারই যথেষ্ট নয়, এই দিনগুলিতেও উপবাস রাখলে তুষ্ট হবেন ভোলেনাথ!

মহাদেবকে তুষ্ট করতে শুধুমাত্র সোমবারই যথেষ্ট নয়, এই দিনগুলিতেও উপবাস রাখলে তুষ্ট হবেন ভোলেনাথ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মহাদেবকে তুষ্ট করতে শুধুমাত্র সোমবারই যথেষ্ট নয়, এই দিনগুলিতেও উপবাস রাখলে তুষ্ট হবেন ভোলেনাথ! সারা বছর শিবপুজো করলেও শ্রাবণ মাসে শিবের আরাধনা জন্য আরও বিশেষ হয়ে ওঠে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ জুলাই থেকে শুরু হচ্ছে মহাদেবের প্রিয় মাস। চলবে ৩১ অগস্ট পর্যন্ত। এবছর আরও বিশেষ হচ্ছে, কারণ ২ মাস ধরে পালিত হবে জুলাই মাস। হিসেব অনুযায়ী, ৪ সোমবার, নয় মহাদেব পুজো পাবেন মোট ৮ সোমবার নিয়ে। দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে প্রতি সোমবার ব্রত ও উপবাস রাখেন শিবভক্তরা। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, শ্রাবণ মাস ২ মাস ধরে চললেও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শিবভক্তরা মোট ৪টি সোমবাই শ্রাবণ মাসের ব্রত ও উপবাস পালন করতে পারবেন। তবে তাতে শিবের আশীর্বাদ থেকে কম কিছু বঞ্চিত হবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মহাদেবকে তুষ্ট করতে শুধুমাত্র সোমবারই যথেষ্ট নয়, মাসের বেশ কয়েকটি দিন যদি শিবের আরাধনা করা হয়, তাহলে একই ফল পেতে পারেন।

 

 

 

 

 

ক্যালেন্ডার অনুযায়ী, শ্রাবণ মাসে প্রথম সোমবার কবে পড়েছে, অন্যান্য সোমবার কবে পালিত হবে, অন্যান্য বিশেষ দিনগুলি কী কী, তা জেনে নিন এখানে…

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, শ্রাবণ মাসে সোমবার

শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে- ১০ জুলাই,

দ্বিতীয় সোমবার পালিত হবে- ১৭ জুলাই,

তৃতীয় সোমবার – ২৪ জুলাই,

চতুর্থ সোমবার- ৩১ জুলাই,

পঞ্চম সোমবার- ৭ অগস্ট,

ষষ্ঠ সোমবার- ১৪ অগস্ট,

সপ্তম সোমবার- ২১ অগস্ট,

অষ্টম সোমবার- ২৮ অগস্ট

শ্রাবণের বিশেষ দিন

মোনা পঞ্চমী পালিত হবে – ৭ জুলাই,

শুক্র প্রদোষ ব্রত – ১৪ জুলাই,

শ্রাবণ শিবরাত্রি- ১৫ জুলাই,

শ্রাবণ অমাবস্যা- ১৭ জুলাই,

রবি প্রদোষ ব্রত – ৩০ জুলাই,

শিবরাত্রি- ১৪ অগস্ট,

নাগ পঞ্চমী – ২৩ অগস্ট,

সোম প্রদোষ ব্রত- ২৮ অগস্ট,

শ্রাবণ পূর্ণিমা উত্‍সব- ৩১ অগস্ট

 

 

 

 

আরও পড়ুন –   ভাঙড়ের অশান্তি নিয়ে অবশেষে মুখ খুললেন সাংসদ মিমি

 

 

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, শ্রাবণ মাসের ৮ সোমবারই শিব পুজোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সনাতন ধর্মে বিশ্বাসী যারা তাঁরা প্রতি সোমবার উপবাস পালন করেন। হিন্দু ধর্মমতে, শ্রাবণ মাসে শুধু সোমবার নয়, আরও বেশ কয়েকটি দিনেও উপবাস ও ব্রত পালন করা যেতে পারে। জ্যোতিষীদের কথায়, চলতি বছরের শ্রাবণ মাস বিশেষ হতে চলেছে। কারণ শিবভক্তরা একসঙ্গে ৮টি সোমবার ধরে শিবকে সন্তুষ্ট করার সময় পাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top