পিছিয়ে গেল কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আর্জি, বিচারপতিকে প্রশ্ন কেষ্ট-কন্যার,

পিছিয়ে গেল কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আর্জি, বিচারপতিকে প্রশ্ন কেষ্ট-কন্যার,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পিছিয়ে গেল কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আর্জি, বিচারপতিকে প্রশ্ন কেষ্ট-কন্যার, বুধবার দিল্লি হাইকোর্টে বিচারপতি দীনেশ কুমার শর্মার বেঞ্চে সুকন্যার জামিনের মামলার শুনানি ছিল। এ দিন সুকন্যার আইনজীবী সওয়াল করেন, একই মামলায় গ্রেফতার করা হয়েছিল বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের দ্বিতীয় স্ত্রী তানিয়া সান্ন্যালকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা আদালতে জানিয়েছিলেন, গরু পাচারের অনেকটা টাকার হিসেব নিকেশ রাখতেন তানিয়াই। যদিও বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সুকন্যার আইনজীবীর বক্তব্য, যদি তানিয়া এই মামলাতেই গ্রেফতার হয়ে জামিন পেতে পারেন, তাহলে সুকন্যা কেন নয়? পাশাপাশি সুকন্যার আইনজীবী আরও বলেন, তাঁর মক্কেলের গ্রেফতারি আসলে বেআইনি। কারণ ইডি শেষ যে চার্জশিট আদালতে জমা করেছে, তাতে কোথাও গরু পাচার মামলায় সুকন্যার সরাসরি যোগের কথা উল্লেখ নেই।

 

 

 

 

 

 

সুকন্যার বক্তব্য, তাঁর আর্থিক টানাপোড়েন চলছে। পরিজন, আত্মীয় স্বজন, পরিচিতরা কেউই তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে চাইছেন না। এই পরিস্থিতিতে মামলা লড়ার জন্য আইনজীবীদের টাকাও দিতে পারছেন না সুকন্যা। জেলে থেকে আয়ের কোনও উৎসও নেই তাঁর। এই পরিস্থিতিতে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছেন তিনি। দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টে সেই আবেদনেরও শুনানি ১০ জুলাই। দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালতের বিচারক রঘুবীর সিংহ সুকন্যার আর্জি শুনে, তার প্রেক্ষিতে ইডি-র কী বক্তব্য, তা জানতে চেয়েছেন।

 

 

 

 

আরও পড়ুন –  ভাঙড়ের ‘অশান্তি’র সিসিটিভি ফুটেজ চাইল আদালত

 

 

 

 

বিচারপতি সুকন্যার আইনজীবীর বক্তব্য শোনেন। কিন্তু তদন্তকারীদের তরফ থেকে জানানো হয়, সুকন্যা জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে। বিচারপতি সুকন্যার জামিনের মামলার শুনানি পিছিয়ে দেন। ৯ জুলাই দিল্লি হাইকোর্টে ফের সুকন্যার জামিনের মামলার শুনানি। পাশাপাশি এই মামলার সঙ্গে সুকন্যার ৬ মাসের জন্য অন্তবর্তী জামিনের আবেদনও শুনবেন তিনি। উল্লেখ্য, ইতিমধ্যেই ৬ মাসের অন্তবর্তী জামিনের আর্জি জানিয়ে দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টে আর্জি জানিয়েছেন সুকন্যা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top