‘পক্ষপাতিত্ব নয়, নিরপেক্ষ থাকুন’, শুভেন্দু অধিকারী করজোড়ে অনুরোধ করলেন ভিন রাজ্যের পুলিশকে , এক দফায় পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) সামাল দিতে শুধু রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীই নয়, ভিন রাজ্যের পুলিশকেও কাজে লাগানো হচ্ছে। ভোট পরিচালনার কাজে ইতিমধ্যেই রাজ্যের অনেক জায়গায় ভিন রাজ্যের পুলিশ বাহিনী মোতায়েনও হয়ে গিয়েছে। পঞ্চায়েতের প্রচারের শেষ লগ্নে বুধবার পূর্ব মেদিনীপুরের নামালডিয়ায় সভা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সেই সভা শেষে গাড়ির ওঠার সময় ভিন রাজ্যের কয়েকজন পুলিশকর্মীকে দেখতে পান শুভেন্দু। আর সঙ্গে সঙ্গে হাত জোড় করে তাঁদের কাছে অনুরোধ করলেন, যেন ওই পুলিশকর্মীরা নিরপেক্ষভাবে ভোটের ডিউটি পালন করেন।
বাইরের রাজ্য থেকে ভোট পরিচালনা করতে আসা পুলিশকর্মীদের উদ্দেশে এই বার্তাই দিয়ে রাখলেন শুভেন্দু। এরপর তাঁদের উদ্দেশে নমস্কার জানিয়ে নিজের গাড়িতে চেপে সেখান থেকে চলে যান। শুভেন্দুর বক্তব্যের পর সেখানে ভিড়ের মধ্যে থেকে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনিও শোনা যায়।
উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূলের রাজ্য সম্পাদক তথা শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে লিফলেট বিলি করবে তৃণমূল। সেখানে বাংলার বর্তমান সরকারের উন্নয়নের খতিয়ান ইংরেজি ও হিন্দিতে লেখা থাকবে। একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে কুণাল নিজে কথা বলেছিলেন বলেও জানিয়েছিলেন সেদিন। আর এবার ভিন রাজ্যের পুলিশবাহিনীর উদ্দেশে বার্তা দিয়ে রাখলেন বিধানসভার বিরোধী দলনেতা।
আরও পড়ুন – দেগঙ্গায় নিহত কিশোরের পরিবারকে ফোন রাজ্যপালের , ক্ষতিপূরণের আশ্বাস,
ভিন রাজ্যের পুলিশকর্মীদের শুভেন্দু বোঝান যে তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডাকেনি। আদালতের নির্দেশে তাঁরা বাংলায় ভোট পরিচালনার জন্য এসেছেন। ওই পুলিশকর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘কোনও পক্ষপাতিত্ব করবেন না।’ সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির রক্ষা করা দায়িত্ব যে তাঁদের উপর, সেই কথাও স্মরণ করিয়ে দেন বিরোধী দলনেতা। হাত জোড় করে তাঁদের কাছে আবেদন করেন, ‘আপনারা বাইরে থেকে এসেছেন। বাংলায় গণতন্ত্র পুরো শেষ হয়ে গিয়েছে। আর রাজ্যে পুলিশকে পুরো (দলের) ক্যাডার বানিয়ে ফেলেছে। এদের কথা শুনবেন না। নিরপেক্ষভাবে কাজ করুন।’