মহিলাদের শাড়ি টানা হয় , কেন এমন বললেন নুসরত?

মহিলাদের শাড়ি টানা হয় , কেন এমন বললেন নুসরত?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মহিলাদের শাড়ি টানা হয় , কেন এমন বললেন নুসরত? পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে (BJP) কড়া ভাষায় আক্রমণ শানালেন বসিরহাটের সাংসদ তথা তৃণমূলের তারকা নেত্রী নুসরত জাহান। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনায় অভিযোগে আবারও সুর চড়ালেন তিনি। নুসরতের বক্তব্য, যতবার কেন্দ্রীয় সরকারের কাছে তাঁরা (তৃণমূলের সাংসদরা) গিয়েছেন, টাকা চেয়েছেন… কোনওবার কোনও প্রকল্পে অনুমোদন দেওয়া হয় না। এরপরই নুসরতের আরও সংযোজন, ‘যতবার দিল্লির নেতাদের অফিসে যেতে হয়েছে, ধাক্কাধাক্কি করে যেতে হয়। কখনও মহিলাদের শাড়ি টানা হয়। তারা (কেন্দ্র) নিজেদের জোর সবরকমভাবে প্রকাশ করে ফেলেছে।’

 

 

 

 

 

 

 

 

নুসরতের এই ধরনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জেলার বিজেপি নেতৃত্বও। টাকা চাইতে গেলে হেনস্থা হতে হয় বলে যে অভিযোগ সাংসদ তুলেছেন, তা নিয়ে কটাক্ষের সুরে পদ্ম শিবিরের নেতা বিবেক সরকারের বক্তব্য, ‘উনি কি দিল্লির (Delhi) রাজনীতিকে, বাংলার রাজনীতির সংস্কৃতি ভেবে ফেলছেন? দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার। সেখানে প্রত্যেককে সবকিছুর জন্য সাহায্য করা হয়। এত অসহযোগিতার পরেও দিল্লি থেকে সাধারণ মানুষের জন্য ঠিক টাকা পাঠানো হচ্ছে।’ বিজেপি নেতার বক্তব্য, এই সব কথা বলে সাংসদ যেন ভেবে না নেন যে বসিরহাটের মানুষজন কিছুই জানেন না।

 

 

 

 

আরও পড়ুন –  ত্রিপুরার তৃণমূল কংগ্রেসে ভাঙন, প্রাক্তন TMC সভাপতি যোগ দিলেন বিজেপিতে ,

 

 

 

 

পঞ্চায়েত ভোটের প্রচারে বুধবার হিঙ্গলগঞ্জের প্রচারে গিয়েছিলেন বসিরহাটের সাংসদ। বাঁকড়া হাইস্কুলের মাঠে সভা হয়। সেই সভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন নুসরত। শুধু তাই নয়, সম্প্রতি বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতার নেপথ্যেও রাজনৈতিক অভিসন্ধির তত্ত্ব উস্কে দিয়েছেন তিনি। তৃণমূলের সাংসদের কথায়, যখন কেন্দ্রীয় সরকার কিছু করেই এঁটে উঠতে পারে না, তখন এইসব এজেন্সি দিয়ে চাপ তৈরির চেষ্টা করে।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top