মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা শুভেন্দুর অভিযোগের নিষ্পত্তি হাইকোর্টে, সতর্ক করা হল কমিশনকে, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগের মামলার নিষ্পত্তি। নির্বাচন কমিশনকে সতর্ক করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞামের ডিভিশন বেঞ্চ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তা নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতে বিচারপতির পর্যবেক্ষণ, পূর্ব মেদিনীপুরের একটা অংশ স্পর্শকাতর। সেখানকার ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে হবে কমিশনকে। এই বিষয়টি বৃহস্পতিবার আদালতে স্পষ্ট করে দিল আদালত। পাশাপাশি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্পে রাজনৈতিক কর্মসূচি ‘দিদিকে বলো’ ফোন নম্বর ব্যবহার করা হয়েছে বলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মামলাকারীর আরও অভিযোগ ছিল, রাজ্য পুলিশের আইজি বেশ কয়েকজন অফিসারকে নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর বদলি করেছেন। সেটি নির্বাচন বিধি লঙ্ঘন করে। সেক্ষেত্রে কমিশনের আইনজীবী আদালতে জানান, ২৪ জুন ওই সমস্ত বদলির নির্দেশ প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবারই মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে মামলা করেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেই মামলায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রয়োজনে আইজি বিএসএফ-এর সঙ্গে কথা বলে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।
আরও পড়ুন – পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরবর্তী ১০ দিন রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী,…
পাশাপাশি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্পে রাজনৈতিক কর্মসূচি ‘দিদিকে বলো’ ফোন নম্বর ব্যবহার করা হয়েছে বলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলাকারী র অভিযোগের ভিত্তিতে কমিশনের আইনজীবী কিশোর দত্ত জানান, ওই ফোন নম্বর ১৫ জুন প্রত্যাহার করা হয়েছে।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )