হাইকোর্টকে ‘ধন্যবাদ’ জানালেন অভিষেক , কেন ? ভোটের আগেই সন্ত্রাসের নমুনা দেখে উদ্বেগ প্রকাশ করেছিল আদালত। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে প্রথম থেকেই সরব হয়েছিল বিরোধীরা। বিরোধীদের করা মামলায় হাইকোর্টের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। তবে সেই বাহিনী নিয়ে যে শাসক দল মোটেই বিচলিত নয়, সে কথা বুঝিয়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । তাঁর মতে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়টি আদতে তৃণমূলে জন্য ‘শাপে বর’ হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তৃণমূল যে একের পর এক নির্বাচনে জয় পেয়েছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন অভিষেক।
ভোটের ৪৮ ঘণ্টা আগে বিরোধী দলগুলিকে বার্তা দিয়ে অভিষেক বলেন, যুক্তরাষ্ট্র থেকে পুলিশ নিয়ে আসুন। বন্দুক লাঠি নিয়ে বুথের বাইরে দাঁড়িয়ে থাকুক। ভোট তো মানুষ দেবে। ভোট তো আর কেন্দ্রীয় বাহিনী দেবে না। মানুষের হৃদয়ে তো তৃণমূল আছে। অভিষেক আরও দাবি করেন, এবার মনোনয়ন পেশ করার ক্ষেত্রেও বিরোধীরা বাধা পাননি।
গ্রামের উন্নয়নে সাধারণ মানুষের জন্য তৃণমূল কী কী করেছে, সে কথা উল্লেখ করে অভিষেক বলেন, কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন। কেন্দ্রের বিজেপি সরকার যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে, সে কথাও উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন – চিঠিতে সই ছিল না রাজ্যপালের, তাই উত্তর দেননি রাজীব সিনহা
আগামী শনিবার একদফায় হবে পঞ্চায়েত নির্বাচন। ৮২২ কোম্পানি বাহিনী মোতায়েন থাকার কথা রাজ্যে। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার প্রস্তাবও দিয়েছে হাইকোর্ট। এই প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, “হাইকোর্টকে ধন্যবাদ। কেন্দ্রীয় বাহিনী আসলে শাপে বর হয়েছে। আমি চাই প্রত্যেক বুথের বাইরে থাকুক কেন্দ্রীয় বাহিনী।” তিনি উল্লেখ করেন, ২০২১-এ এই বাহিনীকে সামনে রেখেই বিধানসভা ভোট হয়েছিল। ২০১৬-তেও ছিল কেন্দ্রীয় বাহিনী। তারপরও তৃণমূলকে হারাতে পারেনি বিরোধীরা।