Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
রাহুল গান্ধীকে খোঁচা লালুর,

‘দেশের জন্য ব্যাচলর প্রধানমন্ত্রী সঠিক নয়’,রাহুল গান্ধীকে খোঁচা লালুর

‘দেশের জন্য ব্যাচলর প্রধানমন্ত্রী সঠিক নয়’,রাহুল গান্ধীকে খোঁচা লালুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘দেশের জন্য ব্যাচলর প্রধানমন্ত্রী সঠিক নয়’,রাহুল গান্ধীকে খোঁচা লালুর,রাহুল গান্ধীকে বিয়ের নির্দেশ দেওয়ার পর এবার ভাবী প্রধানমন্ত্রী সম্পর্কে বিশেষ টিপ্পনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ব্যাচেলর প্রধানমন্ত্রী দেশের জন্য সঠিক নয়।ঘুরপথে কি তবে রাহুল গান্ধীকে মোক্ষম খোঁচা দিলেন তিনি?রাহুল গান্ধীই কি তবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন?সাংবাদিকদের এ হেন প্রশ্নের উত্তরে লালুপ্রসাদ যাদবের জবাব,”দু’টি বিষয় সম্পূর্ণ আলাদা।তবে আমি মনে করি যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন,তিনি যেন বিবাহিত হন।স্ত্রী ছাড়া প্রধানমন্ত্রী বাসভবনে থাকা সঠিক নয়।”

 

 

 

 

 

রাহুল গান্ধীর বয়স বর্তমানে ৫৩ বছর।এখনও বহু মহিলার চোখে তিনিই দেশের মোস্ট এলিজেবল ব্যাচলর।তাঁর বিয়ে কবে হবে, তা নিয়ে অনুগামীদের কৌতুহলের শেষ নেই।প্রায় দু’দশকের রাজনৈতিক জীবনে বহু বারই বিয়ে নিয়ে প্রশ্নের সম্মুখীল হয়েছেন রাহুল গান্ধী।এবার লালুপ্রসাদের মন্তব্যে সকলের মনেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।তবে কি এবার ২০২৪ লোকসভা নির্বাচনের আগেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাহুল গান্ধী?প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার লক্ষ্যে রাহুলের কাছে কি সেই শর্তই রাখলেন লালুপ্রসাদ যাদব?না কি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে পছন্দ নয় বলেই আকারে ইঙ্গিতে বোঝাতে চাইলেন তিনি।

 

 

 

 

 

আগামী সপ্তাহেই বেঙ্গালুরুতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আহ্বানে বসতে চলেছে বিরোধীদের দ্বিতীয় মেগাবৈঠক। সেখানে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম উঠে আসে কি না,সেটাই এখন দেখার।

 

 

 

 

 

 

এর আগে পটনায় বিরোধীদের মেগা বৈঠকে রাহুল গান্ধীকে দেওয়া লালুর উপদেশ নিয়েও জোর চর্চা হয়েছিল।রাহুল গান্ধীকে তিনি নির্দেশ দিয়েছিলেন,”বিয়ে করে ফেলো। আমরা বরযাত্রী যাব।” লালুপ্রসাদ যাদবের প্রশ্ন ছিল,”রাহুল তুমি বিয়ে কেন করছো না? এখনও কিন্তু, সময় পেরিয়ে যায়নি।বিয়ে করো।”রীতিমতো বকুনির সুরেই লালু রাহুলকে বলেন,”তোমার মা আমাকে বলেছেন, তুমি ওঁর কথা শোনো না।কিছুতেই বিয়ে করছো না। এবার আমি বলছি, দাড়ি কাটো আর বিয়ের পিঁড়িতে বস।” তাঁর এই মন্তব্য ঘিরে হইচই পড়ে গিয়েছিল।জবাবে রাহুল গান্ধীও বলেন,”আপনি যখন বলছেন তাহলে তো এবার আমায় কথা শুনতেই হবে।”

 

 

 

আরও পড়ুন –  ১৫ টাকা প্রতি লিটারে পাওয়া যাবে পেট্রোল! কীভাবে সম্ভব, কি বললেন কেন্দ্রীয়…

 

 

 

 

 

রাহুল গান্ধীকে তবে দ্রুত বিয়ে সেরে ফেলতে বলা কি এই কারণেই?প্রধানমন্ত্রী হিসেবে সস্ত্রীক রাহুলকে ১০ নম্বর লোক কল্যাণ মার্গে দেখতে চান?এদিন লালুপ্রসাদ যাদবের জবাবে যেন সেই ইঙ্গিতই পাওয়া গেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top