শেষ দিনের প্রচারে ফের ‘নো ভোট টু মমতা’শুভেন্দু অধিকারীর গলায় , পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিভিন্ন এলাকায় আজ ঘুরে ঘুরে প্রচার করেন শুভেন্দু। একেবারে শেষ লগ্নে নন্দীগ্রাম-১ ব্লকের আমগেছিয়ায় এক জনসংযোগ কর্মসূচিতে বিরোধী দলনেতা বলেন, ‘প্রতিটি বুথে ঐক্যবদ্ধভাবে পদ্মফুলে ভোট দেবেন। এলাকায় যে দু-চারটি বুথে পদ্ম ফুলের প্রার্থী নেই, সেখানে আপনারা নো ভোট টু মমতা করবেন।’ বৃহস্পতিবার বিকেলে এলাকার একটি মন্দিরেও পুজো দেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তি ও খুনের অভিযোগ উঠে এসেছে, তা নিয়েও আজ শাসক শিবিরকে খোঁচা দেন শুভেন্দু।
আজই পঞ্চায়েত ভোটের প্রচারের শেষ দিন। তারপর ‘কুলিং অফ পিরিয়ড’ কাটিয়ে শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট। গ্রাম বাংলার দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত কার দিকে পাল্লা ভারী, তা বোঝা যাবে মঙ্গলবার ভোট গণনার দিন। তার আগে শাসক-বিরোধীর আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্যেই তেতে উঠছে বাংলার রাজনীতি। এখন দেখার শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কোন দলের মুখের হাসি আরও চওড়া হয়।
আরও পড়ুন – পান্ডুয়ায় অভিষেকের রোড শো-তে কালো কাপড় দেখানোর ঘটনায় অবশেষে গ্রেফতার আফতাব,
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে বঙ্গ রাজনীতিতে ‘নো ভোট টু মমতা’ স্লোগান বার বার তুলতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। বিশেষ করে সাগরদিঘি উপনির্বাচন পরবর্তী সময়ে আরও বেশি করে শোনা গিয়েছে। সাগরদিঘির উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিয়েছিল। কিন্তু তারপরও সেখানে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। এখন অবশ্য তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তবে সাগরদিঘি উপনির্বাচনের গণনার আগের দিনই শুভেন্দু বলে দিয়েছিলেন, যেই জিতুক, তৃণমূল হারবেই। তাহলে কি সেই সাগরদিঘি মডেলেরে প্রতিফলন পঞ্চায়েতেও দেখা যাবে? শুভেন্দুর এই বার্তার পর কিন্তু সেই প্রশ্ন আবারও ঘুরে ফিরে আসছে রাজ্য রাজনীতির অন্দর মহলে।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)